আমাদের কথা খুঁজে নিন

   

১১ দফা দাবি...



ব্লগারগো দুনিয়ায় নতুন আইছি তো তাই অনেক কিছুই জানিনা। তাই লিখতে ভয় পাই। কখন কে মাইনাস দেয়...কখন আবার ব্লক করে...নাকি কমন গালি ভারতীয় দালাল বনাম পাকী দালাল বইলা ধড়াম একখান গালি খাইয়া যাই এই ভয়েই শুধু দেখি, কিন্তু লিখিনা। অবশেষে নিজেরে আর ধরে রাখতে পারি নাই, কারন বাচতে হলে তো বলতে হবে...। তাই একখান লিস্টি বানাইছি, দেখেনতো আপনাগো লগে মিলেনি?? ১১ দফা দাবিঃ ১।

প্রথমেই বিদ্যুত চাই, নাইলে ব্লগে লিখমু কেমনে? আর পড়মুই বা কেমনে? ২। পানি চাই, সকালে উঠলে তো আর চাইপা রাখন যায়না। কাপড়-চোপড় আর শরীর না ধুইলে তো পাঠারাও পাশে আসবে না। ৩। গ্যাস চাই, বাসি খানা খাইয়া পেট তো ডাস্টবিন হই গেছে।

সাথে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রন চাই, নইলে বাসি খাওয়াও যে কপালে জুটবে না। ৪। যান জট থেকে মুক্তি চাই, সময়ের অপচয়ের প্রেকটিকেল ক্লাস আর কতদিন করা লাগবে? ৫। সন্ত্রাসী থেকে মুক্তি চাই, হাসিনাবু আপনার দলের সোনার ছেলেগুলারে আগে সামলান দেখবেন বাকি গুলাও সিধা হইয়া যাইবো। ৬।

চাকরী চাই, বিশ্বাস করেন আমি যুদ্ধোপরাধী ও না, আবার (!!) অমুক তমুকের সৈ্নিক ও না, তয় আপনি চাইলে আমি এলাকার বড়ভাই দের সার্টিফিকেট নিয়া আসতে পারি, ওইটা নাকি চাকরীর জন্য কেরেক্টার সার্টিফিকেট...? ৭। যুদ্ধোপরাধীগো বিচার চাই, তয় এইটা নিয়া রাজনীতি চাইনা, নিরপেক্ষ ভাবেই বিচারটা করেন, এতে আপনাগো তো কোন ক্ষতি নাই। ৮। জাতীয় ইস্যুতে সহযোগীতা চাই, এই চাওয়াটা ম্যাডামের কাছে। ৯।

কোরআন- হাদিস পড়তে চাই, র‌্যাব-পুলিশের তালিকায় এইগুলান আবার জংগী কিতাব (নাউযুবিল্লাহ) নাতো? ১০। বিচার বিভাগের সত্যিকারের স্বাধীনতা চাই, কারো মামলা নিবেন,কারোটা নিবেননা, কাউকে একি অপরাধে জামিন দিবেন আর কাউকে রিমান্ডে দিবেন, কারো মামলা রাজনৈ্তিক বিবেচনায় প্রত্যাহার করবেন আর কারোটা জিন্দা রাখবেন... এইটা কেমুন বিচার? (আদালত অবমাননা হইয়া গেলে দুঃখিত)। ১১। সর্বশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে অক্ষুন্ন দেখতে চাই। এইগুলান ই আমার ১১ দফা দাবি।

আপনাদের অন্যকোন দাবিদাওয়া থাকলে কইফালান তাড়াতাড়ি। তয় আমার কাছে কোন দাবিদাওয়া কইরেননা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।