আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণ হোক সকল আয়োজন

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

উৎসর্গ : সিরাজুলকে, যে লড়ছে বাঁচার জন্য, আমাদের সকল আয়োজন এখন তাকে নিয়েই....বেঁচে উঠো বন্ধু তুমি... বেঁচে উঠার জন্য মানুষের হাহাকারের অন্ত নেই। বেঁচে থাকা যে কি জীবন্ত তা আর কে না জানে! আমরা বাঁচতে চাই ক্রমাগত বাঁচতে চাই আমরা বাঁচার আয়োজনও কম করিনা প্রতিদিন। কেউ কেউ বাঁচতে চায় সীমাহীন কষ্ট নিয়ে রোগ-শোক-জরা-ব্যাধি নিয়ে, দুঃখ-যন্ত্রনা নিয়ে তাহাদের বেঁচে উঠা অলৌকিক কোন ব্যাপার যেন অথচ আমরা কি সদর্পে হেটে বেড়াচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি আমরা ক্রমাগত মিথ্যে বলছি, ছলনা করছি এবং ঠকাচ্ছি আর কেউ কেউ কিছুই না করেও বাঁচতে চাচ্ছে প্রানপণ। বেঁচে থাকার জন্য ক্ষুদ্রাতিক্ষুদ্র আয়োজনের প্রয়োজনের কাছে নতি স্বীকার করেও স্বপ্ন দেখে বেঁচে থাকার, বেঁচে উঠার। বেঁচে থাকা আসলেই গর্বের, আনন্দের বেঁচে থাকার মহৎ চেষ্টা আরো বেশী মহত্বের দাবীদার। বেঁচে থাকার সকল আয়োজন পূর্ণ হোক তাহাদের পূর্ণ হোক তাদের সকল আয়োজন বেঁচে থাকার। সিরাজুলকে বাঁচাতে সাহায্য করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.