আমাদের কথা খুঁজে নিন

   

Physics is the Bachelor of Science

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

২০০৪ সালের ঘটনা। পদার্থ বিজ্ঞানের disaster career এর তখন মাত্র শুরু।

তখন অবশ্য পদার্থ বিজ্ঞানের আবেদন-টা অন্যরকম ছিলো। আমরা সবাই কেমন জানি নিশ্চিত ছিলাম যে We are just one step behind from joining NASA. Infact, আমরা এটা ভেবেও খুব তৃপ্তি পেতাম যে NASA এর মত কিছু একটা আমরা এই বাংলাদেশ এই করে ফেলব এবং নাম দিব BASA – Bangladesh Aeronautics and Space Administration. ১৯৭১ এ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে দেখে তাদের উপর অনেক কৃতজ্ঞ ছিলাম। কারন যেভাবে বাংলাদেশ থেকে আমরা BASA বানিয়ে ফেললাম এই দেশ পাকিস্তান থাকলে তো যে নামটা আসার কথা - সেটা ভদ্র সমাজে অনেক পরের ব্যাপার এই পোস্টে লিখলেই সবাই দৌড়ানী দিবে। (এখনও যারা বুঝেনায় তারা B এর যায়গায় P দিয়ে দেখতে পারেন) নবীনবরন কথাটা তখন শুনলাম। নবীনবরন হয় দুইটা।

একটা Faculty ওয়ালারা দিবে আরেকটা Department নিজেরা আয়োজন করবে। অনেকটা যেমন আগে গায়ে হলুদ হবে, পরে বিয়ে, ঐরকম ব্যাপার স্যাপার- আগে Faculty তারপর Department। Faculty নবীন-বরন এর দিন সবাইকে TSC নিয়ে যাওয়া হল এবং সেখানে Auditorium এ বসতে দেওয়া হল। সেই মুহুর্তে একটা ১৯ বছর বয়সের ছেলে যেই কাজটা করা উচিত সেটাই করছিলাম। আশেপাশের সুন্দর মেয়ে কোথায় আছে একটু look-out করছিলাম।

কারন আমাদের সবাইকে একটা করে গোলাপ দেওয়া হয়েছে। গোলাপ খাওয়া যায়না, মাথাতে দেওয়া যায় কিনা আমি সে বাপারে নিশ্চিত ছিলাম না, গোলাপ এর একটাই Utilization- সুন্দর দেখে একটা মেয়ে খুঁজে তার হাতে ধরায় দেওয়া। পদার্থবিজ্ঞানের তখন তামন কাউকে ছিনিনা। বন্ধুবান্ধব বলতে সেই পুরান old face অংশুমান। আংশুমান 1st বয় হয়ার কারনে তাকে speech দিতে হবে।

(He stood third among around 18000 in the DU Ka Unit Admission Test 2003). তাকে বুঝিয়ে দাওয়া হলো যে সে জানি “ Physics is the mother of Science” – এই কথাটা তার speech এ বলে দিয়ে আসে। বিপত্তি ঘটল অন্য যায়গায়। সবার আগে Math Department এর ১ম যে তাকে ডাকা হইল। এবং সে খুব সুন্দর ভাবে তার speech এ বলে দিয়ে আসলো যে , Mathematics is the mother of Science. আমরা Physics এর যারা, তারা একটু নরে চরে বসলাম। যাক্‌, মা গেছে তো কি হইসে!! বাপ তো বাকি আসে নাকি!! মা সব কিছুর জন্ম দেয় ঠিক আসে- কিন্তু বাপ ছাড়া তো আর জন্ম দিতে পারবেনা।

So, Physics is the Father of Science. ম্যাথ এর পরেও ফিজিক্স ডাকলোনা- এরপর আসলো Chemistry- তারা বলে গেলো “ Chemistry is the Father of Science. Physics ডাকার আগে Geography, Applied Physics আর যারা যারা আসে কেউ হইল Sister of Science, কেউ Brother of Science, কেউ Grandson of science. আমাদের সবার মুখ তখন কালো টালো হয়ে গেল। আমরা Science এর Family এর কোথাকার আত্ত্বীয় সেটা আর বুঝতে পারলাম না!! বা কাউকে বোঝাতেও পারলাম না। তবে হ্যা, ৪ বছরের ডিগ্রী নেওয়ার পর আমরা অবশেষে বুঝতে পেরেছি What science is Physics? Physics is Bachelor of Science. As we have this degree. And most of we are still bachelor, we are not married. তবে হা, Physics পারি আর না পারি Ernest Rutherford এর বলা এই কথাটা জবাব হিসেবে মন্দ হয়না – "Physics is the only real science. The rest are just stamp collecting."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।