আমাদের কথা খুঁজে নিন

   

তমসাচ্ছন্ন নগরী, ঘোর অমানিশা - মধ্যযুগে বাস করি নিশিভর

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

প্রথমে প্রথমে প্রথমে প্রথমে.................. ইচ্ছে করতো সরকারের কাউরে ধরেন সরকারী মানুষ, বিশেষ করে সরকারী বিদ্যুত বিভাগের মানুষদের ধইরা এমন পিটানি দেই যেন সংগে সংগে কারেন্টের অভাবটা দূর হইয়া যায়। ভাবটা এমন তাদের দেহের মধ্যে লুকানো থাকে বিদ্যুৎ - মাইরের চোটে বিদ্যুৎ বের হইয়া যাইবে। তারপরে তারপরে তারপরে তারপরে............ মনে হইলো চুনোপুটি মাইরা কি হইবে, মন্ত্রীমিনিস্টারদের ধরতে হবে, একেকটারে ছিল্লাকাইট্টা লবন লাগাইয়া দিতে হইবে, তারপরে সংসদের মাঠে চিৎ কইরা বাইন্ধা শোয়াইয়া রাখতে হবে এক সপ্তাহ! যদি তারপরে বিদ্যুতের কিছু সুরাহা হয়! এখন এখন এখন এখন............... তব্দা মাইরা বইসা বালমুর্দন করি। খোদ প্রধানমন্ত্রী বিদ্যুতের উপরে আস্থা হারাইয়া তার প্রধানমন্ত্রণালয়ে সোলার বিদ্যুত লাগাইছে কোটি টাকা খরচ কইরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.