আমাদের কথা খুঁজে নিন

   

কল্পকথা বেঁচে থাক! সত্যটুকু ঘুমিয়ে থাক।



গত কাল ৩ এপ্রিল ২০১০ প্রিয় ব্লগার 'জুলর্ভাণ' পুত্রের প্রধান শিক্ষকের কাছে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চিঠির অনুবাদঃ শিরনামে আব্রাহাম লিংকনের লেখা চিঠি হিসাবে বহুল সমাদৃত লেখা টি সকলের নিকট উপস্থাপন করেন। Click This Link চিঠি এতোই হৃদয়গ্রাহী যে বারংবার পাঠেও মন অতৃপ্ত হয় না। বেরসিক মন্তব্যকারী ''চার্বাক দর্শণ ''বলেছেন: মহাত্মণ, পূর্বে ইহা চারিবার বা ততোধিক পোস্টিত। ........ এবং তাঁর মন্তব্যে আমার নাম উঠে এসেছে। ''বিশেষতৎ "ভিন্ন চিন্তা"র পোস্টখানি আপনাকে পাঠের বিশেষ অনুরোধ রহিল:............ উহাতে এক আশ্চর্য তথ্য পাইবেন।

'' কেননা , আমি বেশ ক' মাস আগে 'লিংকন' এর এই চিঠি নিযে কিছু অনুসন্ধান চালিয়ে ছিলাম। সেই মজার তথ্য টুকু সকলের জন্য পুনঃ উপস্থাপন করলাম। ************************************************* ছেলের স্কুলের প্রধান শিক্ষকের নিকট আব্রহাম লিংকনের চিঠি। ০৩ আগস্ট ২০০৯ আমার ব্লগে লিংকনের চিঠি প্রকাশের পর আমার প্রিয় সমালোচক সোহায়লা রিদওয়ান বলেছেন: অথেনটিক ? এবং আমি অনুসন্ধানে নামি। ( সোহায়লা রিদওয়ানের মন্তব্যের জবাব টি হুবহুব তুলে দিলাম।

) ---------------------------------------------------- ধন্যবাদ জানাই সোহায়লা রিদওয়ান। তিনি আমার ব্লগে আব্রাহাম লিংকরের টিঠি 'অথেনটিক' কি না প্রশ্ন করেছেন? তার মন্তব্যের প্রশ্ন টি পাবার পর ( বিকাল ৪:২৪) আমি অন লাইন এ আব্রাহাম লিংকনের চিটি টি খুজলাম । (Abraham Lincoln's Letter to his Son's Teacher) কযেক শত সাইট / ব্রগে চিঠি টি প্রকাশিত, কিন্তু কোথাও যে প্রসঙ্গ গুলো নেই........... ১) চিটি টি কবে লেখা। ২) স্কুল কিংবা শিক্ষকের নাম। ৩) এমন কি লিংকনের ৪ সন্তানের মধ্যে কোন সন্তানের প্রসঙ্গে এই চিঠি।

৪) সংগ্রহের উৎস কি? আমি শেষে পর্যন্ত Abraham Lincoln Research Site E-mail করি। http://home.att.net/~rjnorton/Lincoln2.html এই মাত্র (৩ অগাস্ট ২০০৯, সন্ধ্যা ৭টা) আমি Site টির মডারেটোর অ্যামেচার ইতিহাস বিদ Roger Norton কাছ থেকে E-mail মারফৎ জবাব পেয়েছি। আমি তাঁর উত্তর টি সম্পূর্ণ তুলে দিলাম। Hello and thank you very much. I am enclosing a letter that is attributed to Abraham Lincoln. However, there is no source for it. It is bogus. I have over 380 Abraham Lincoln books, and this letter is in none of them. It is not in "The Collected Works of Abraham Lincoln" which is the most thorough and complete compilation of Lincoln's speeches and writings. So even though this letter is said to have been written by Mr. Lincoln, it was not. It is a thoughtful letter and was indeed written by someone, but it wasn't really Abraham Lincoln who wrote it. Sincerely, Roger Norton --------------------------------------------------- Roger Norton এর এই উত্তর আব্রাহাম লিংকনের নামে আমার ব্লগে প্রকাশিত চিঠি টি আমার মত অনেকেই হতাশ করবে। আমি এ জন্য লজ্জিত।

তবে চিঠি টির বক্তব্য একজন শিশু কে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তিই 'আব্রাহাম লিংকনের' নামে এই চিটি টি সৃষ্টি করে প্রচার করেছেন .......... নিঃসন্দেহে বলা যায় তিনি শিশু শিক্ষার মহৎ উদ্দেশ্য থেকেই তা করেছেন। তাঁর সৃজনশীলতা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ........................................................................................... বেশ কিছু সুন্দর গান রয়েছে যা লালনের নামে বহুল পরিচিত, আসলে সে গুলো লালন রচিত নয়। আজ সে গুলো গবেষনা করে খুজে বেড় করে যদি লালন সঙ্গীতের তালিকা থেকে বাদ দেওয়া হয় , তবে খুই সম্ভাবনা আছে সেগুলো হারিয়ে যাওয়ার।

তাই গানগুলো বেঁচে থাক লালনের নামেই যুগযুগান্তরে। অসাধারণ এই চিঠি টি না হয় ' আব্রাহাম লিংকন' এর মিথ্যা পরিচয় নিয়ে বেঁচে থাক যুগযুগান্তর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।