আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে কুয়েত যাছে নগরবালক.কম। অনেক খুশি আমি কিন্তু একটু মন খারাপ

জাগো বাংলাদেশ...... জাগো

শত ঝামেলার পর অবশেষে আজকে ( ৪ এপ্রিল) ভোর ৬টার ফ্লাইটে গালফ এয়ারে কুয়েত যাচ্ছে নগরবালক.কম। First Asian Science And Technology Expo তে অংশগ্রহনের জন্য। সম্পূর্ন খরচ সরকারের। আমি অনেক খুশি আমার সাইট কুয়েত যাচ্ছে কিন্তু আবার আমার একটু মন খারাপ। হয়ত আমাকে অনেকেই চিনে না।

Founder হিসেবে কখনোই সামনে আসি নাই। নগরবালকের শুরু থেকেই আমার আর মুতাসিমের এক সাথে সব কিছু করা। মুতাসিমের সাথে আমার এমন সম্পর্ক যে যে কেউ দেখলে আমাকে ওর আপন ভাই ভাব্বে। আমার ৩ বছরের ছোট ও। কিন্তু ফোন করলে আমি ওকে নাম ধরে না দেকে বলি "ভাই"।

ও সবসময় আমাকে ভাইয়ের মত করেই সম্মান করে। সব কিছু আমাকে খুলে বলে। ওর সাথে সম্পর্কটা একদম অন্যরকম। এইবারই প্রথম মুতাসিম আমাকে ছাড়া কোথাও যাচ্ছে। আমি যেতে আমি যেতে পারছি না শুধু অন্য কারনে।

আমার এইচ.এস.সি পরীহ্মা চলতেসে। তাই চাইলেও আমি যেতে পারছিনা। মুতাসিম একাই যাচ্ছে । প্রথমে অনেক বেশী মন খারাপ হইসিল। কিন্তু এখন চিন্তা করে দেখলাম আসলে লাভ কি মন খারাপ করে ।

হয়ত সামনে আরো ভালো কিছু wait করতেসে আমার জন্য। কিছু মনে করবেন না। আসলে কথাটা শেয়ার করে নিজেকে একটু হাল্কা করলাম । যদি সময় পান http://www.nogorbalok.com এ ভিজিট কইরেন। BEST OF LUCK MUTASIM.... MY BEST WISHES ALWAYZZ WITH YOU VAI


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।