আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ পেচালী: অন্র্তজাতিক ষড়যন্ত্রের কালমেঘ! কে সত্য? দুর্জন না সরকার???

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

বিদ্যুত!!! নামের মতই ভেলকি লাগানো খেল দেখাচ্ছে। অবশ্য নিজের ইচ্চৈয় নয়। কর্তার ইচ্ছেয় কর্মের মতন তিনিও চলেন । লোডশেডিং কাহাকে বলে কত প্রকার ও কি কি আওয়ামীলীগ জাতিকে হাড়ে হাড়ে বানান সহ শেখাচ্ছে। আর জাতিও সুবোধ বালকের মত দুই একে দুই তিন একে তিন বলে শিখছে তা চলুক তাদের শেখানো আর শেখার পাঠ।

দুর্জনতো বলে ভিন্ন কথা!!! ভারতীয় আধীপত্যবাদে ভাকুরা ছাড়া সাধারন জ্ঞান এবং বুঝের সব মানুষ বোঝৈ এবং সতর্ক থাকা প্রয়োজন বলে মানে। কিন্তু প্রাণিপাত করা আম্বীলীগের কেউ এটি দুঃস্বপ্নেও মানতে নারাজ। বন্ধু আমার বলে জান দেয়া বোকা গুলা বিশ্বায়নের এই রাজনীতির মাঠে কেউ কাউকে বিনা স্বার্থে যে কিছূ করেনা বা দেয়না এই সাধারন সত্যটুকু মানতে রাজী নয়। বাংলাদেশের মূল রেমিটেন্স অবকাঠামো গার্মেন্টস সেক্টর সহ রফতানি নির্ভর সকল ক্ষেত্রে আজ বিদ্যুত বিপর্যয়ের শিকার। তাই দুর্জন বলছিল - দেখো আবার দাদারা কাষ্টমার ভাগানোর ফন্দি আটছে নাকি!!!! একবার বাজার খান ফস্কে গেলে বুঝপেনে কত ধানে কত চাল!!! যোগ্যতমের টিকে থাকার তত্ত্বেই আমরা অযোগ্যতার কারণে (বিদূৎ না থাকায় সময় মতো প্রডাকসন না হওয়া, শিপমেন্ট না হওয়া এবং গ্রাহকের চুক্তিমত সরবরাহে ব্রর্থতার) দায়ে আমরা ছিটকে পড়ে যাব।

আর লাভবান হবে কারা? আমি বললে ভাদা আর ভাকুরা চিল্লাবে.. পাঠক আপনারাই বলুন কে সত্য? দুর্জন না সরকার???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.