আমাদের কথা খুঁজে নিন

   

কম খরচে টিউব শিশু?

কম খরচে টেস্ট টিউব শিশুর জন্ম দেওয়ার বিষয়টি নিয়ে পরীক্ষা করছেন মার্কিন গবেষকেরা। তাঁদের দাবি, উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে দরিদ্র নিঃসন্তান দম্পতির ক্ষেত্রে আশার আলো হবে এ পদ্ধতিটি।
ইউরোপ ও মার্কিন গবেষকেরা দাবি করেছেন, আইভিএফের পুরো প্রক্রিয়াটি আরও সহজ করা গেলে মাত্র ২৬৫ মার্কিন ডলার খরচে টেস্ট টিউব বেবি গ্রহণ সম্ভব। টাইম অনলাইনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গবেষকেরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিটিকে মূলত টেস্ট টিউব বেবির জন্ম পদ্ধতি বলেন।

উন্নয়নশীল দেশগুলোতে যাতে কম খরচে ‘টেস্ট টিউব বেবি’ সুবিধা দেওয়া সম্ভব হয়, সে লক্ষ্যে গবেষকেরা সাশ্রয়ী ও সহজ কিছু পদ্ধতি নিয়ে পরীক্ষা শুরু করেছেন।
তাঁরা বলছেন, তিন দশক আগে প্রথম টেস্ট টিউব বেবির জন্মের পর থেকে ইন ভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়াটি অত্যাধুনিক পরীক্ষাগারে বহুল প্রচলিত। আর তা বেশ ব্যয়বহুলও। উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী খরচে এ পদ্ধতি প্রয়োজন। এ পদ্ধতিতে সন্তান জন্ম দিতে পশ্চিমা দেশগুলোর অধিকাংশ সন্তান গ্রহণে ইচ্ছুক বাবা-মা হাজার হাজার ডলার খরচ করেন।

দামি ইনকিউবেটর বা ডিম নিষিক্তকরণ যন্ত্র ও ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রচুর অর্থ খরচ করেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জোনাথন ভ্যান ব্লেরকম জানান, আইভিএফ প্রক্রিয়াটি শুনতে জটিল হলেও ভ্রূণ তৈরি করা প্রক্রিয়াটি সহজ আর তা তৈরিতে খুব বেশি কিছু প্রয়োজন পড়ে না। টেস্ট টিউবে মানুষের ভ্রূণ তৈরি করতে মূল কিছু বিষয় ঠিক রাখলেই হয়। অ্যাসিডের সঠিক মাত্রা ও নির্দিষ্ট তাপমাত্রার ওপর নির্ভর করে বিষয়টি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।