আমাদের কথা খুঁজে নিন

   

সময় উপাখ্যান

তোমার শরীরের দিকে চাও, মগ্ন হও একবার তোমার শরীরের পানে, কবিতারা ওখানে বসবাস করে অহোনিশি

সময় কত কিছুই ভুলিয়ে দিতে পারে তার আছে বিশাল ক্ষমতা ভুলিয়ে দেবার-- যা কিছু সজীব, যা কিছু প্রানবন্ত। খরস্রোতা নদীতে পলিমাটি জমে সময়েরই ব্যাবধানে জোয়ার ভাটা সময়েরই ফলাফল সময় মারাত্মক তেজী আর জীবননাশী হয় আজকে যে প্রমত্তা কালকে তার বুকে অসহায় চর হবে নবীন যুবক প্রবীনে, নতুন ফুল ঝরে পড়ে বিকেলের ম্লান আলোয় নতুন সম্ভাবনা দেখা যায় সময়েরই অববাহিকায় সূউচ্চ পাহাড়ও একদিন সমতলে লুটিয়ে পরে কালো চুলের প্রাণবান যুবতী একদিন থুত্থুড়ে বুড়ি সময়েরই ব্যাবধানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।