আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

আজ পত্রিকায় পড়লাম বি এন পি যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করেছে। তারা যুক্তি দিচ্ছে এই বলে যে,৭১ এর পর ও মানবতাবিরোধী অনেক অপরাধ হয়েছে,সেগুলোর বিচার কেন হচ্ছে না? আরে ভাই সেগুলোর বিচার ও তো হবে। তবে ৭১ অপরাধগুলো অগ্রাধিকার পাবে। নইলে জাতি কলংকমুক্ত হবেনা। এগুলো হওয়ার কথা ছিল বহু আগে।

যা এতো দিন হয়নি। এটাতো শুধু আওয়ামীলীগ সরকারের দায়িত্ব না। বি এন পি সরকারের ও এ দায়িত্ব ছিল। তারা কেন করল না? উল্টো বিরোধীতা করছে। বিএনপি এখানে বিরোধিতা করা মানেই হল তাদের ইমেজ নষ্ট হওয়া,কেনযে ওরা জামাতিদের সব সময় রক্ষা করতে চায় প্রত্যক্ষ্ বা পরোক্ষভাবে বুঝিনা,তবে সাধারনভাবে বলতে গেলে বলা যায় ওদের ১টা লক্ষ্য আছে।

সেটা হল ওদের দলে ও অনেক যুদ্ধাপরাধী আছে। তাদেরকে রক্ষা করতে চাইতে পারে বিএনপি। আর যুদ্ধাপরাধী আর মানবতাবিরোধী কী এক না?একটু পার্থক্য আছে। তবে যুদ্ধাপরাধ নিশ্চয়ই মানবতাবিরোধী অপরাধ। তবে সব মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ নয়।

যুদ্ধাপরাধী যেকোন দলেই থাকে থাকতে পারে। সেক্ষেত্রে কাউকে ক্ষমা করতে দেবে না জনগন। আর আপরাধীদের তালিকা নিয়ে বিভ্রান্তি নয় বরং অপূর্নাংগতা থাকতে পারে,প্রথম সারির যুদ্ধাপরাধীদের সবাই চেনে। তাদের সব তথ্য প্রমান আছে। মজার ব্যাপার হল,তারা এখনো বুক ফুলিয়ে ৭১ এর পশুভূমিকার কথা বলতে দ্বিধা করেনা।

আর সরকার জনসাধারনের দৃষ্টি অন্যদিকে ঘুড়ানোর চেস্টা করছে,এটা ঠিক না। কারণ প্রতিদিন ই বিদ্যুত,গ্যাস পানি সমস্যা নিয়ে জনগন কথা বলছে,সরকারকেও তুমুল সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। সরকার যদি এ সমস্যাগুলোর কোন সুস্ঠু সমাধান করতে না পারে জনগন তাদের ক্ষমা করবেনা। অতএব এ ধারণা ভুল। বিএন পি র উচিত এমন নেতিবাচক ভূমিকা থেকে বের হয়ে সত্যের পথ অবলম্বন করা।

কবে ওদের হুশ হবে? যুদ্ধাপরাধের মত জাতীয় স্পর্ষকাতর বিষয়গুলো সম্পর্কে ভেবে চিন্তে কথা বলা উচিত। দেশের জন্য ইতিবাচক যেকোন বিষয়ে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া উচিত। জাতীয় ইস্যুগুলোতে সরকারের সাথে না পারুক অন্তত জনগনের সাথে তো ঐক্যমত হতে হবে। সরকার ও জনগন যেখানে ঐক্যবদ্ধ সেখনে বিএনপি কোন সাহসে বিরুদ্ধ মত প্রকাশ করে?তাহলে কী ধরে নেব তারা জাতীয় শত্রু?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.