আমাদের কথা খুঁজে নিন

   

শিবগঞ্জে ৭৪ লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও



বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের ভিসিও নামের একটি এনজিও সদস্যদের ৭৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে। পরিচালনা পরিষদের সদস্যরা টাকাগুলো ভাগ-বাটোয়ারা করে নিয়ে এনজিও’র কার্যক্রম ৮ মাস ধরে বন্ধ রেখেছে। এদিকে টাকা না পেয়ে এনজিও’র প্রায় ৭শ’ সদস্য এখন মানবেতর জীবন যাপন করছে। বাংলাদেশ মানবাধিকার রিভিউ সোসাইটির বগুড়া জেলা শাখার এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সোসাইটির জেনারেল সেক্রেটারি কামাল পাশা চলতি বছরের গত ১৮ই আগস্ট থেকে ২৩শে নভেম্বর পর্যন্ত সরজমিন তদন্ত করে এই অনিয়মের তথ্য প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ সালে উপজেলার মহাস্থান বাসস্ট্যান্ডে অফিস নিয়ে সমাজসেবা অধিদপ্তরের ৪৮০/৯৪ নম্বর রেজিস্ট্রেশন নিয়ে ভিসিও তাদের কার্যক্রম শুরু করে। প্রথমে তারা গ্রামের মানুষদের ভুলিয়ে মোটা অংকের মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১ হাজার ৮শ’ সদস্য সংগ্রহ করে। পরে মাইক্রো ক্রেডিটের কোন অনুমতি না থাকার পরেও তারা ঋণদান, ১০ বছর মেয়াদি ডিপিএস, ৩ বছর মেয়াদি কোটি টাকার আমানত সংগ্রহ করে। এরপর তারা বাংলাদেশ ব্যাংকের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বিভাগের সনদ লাভের জন্য আবেদন করলে শর্ত পূরণ না হওয়ায় সনদ পায়নি তারা। পরে সদস্যরা টাকা ফেরত চাইলে টালবাহনা শুরু করে।

বর্তমানে ৭শ’ সদস্যের ৭৪ লাখ টাকা পরিশোধ না করেই এনজিও কার্যক্রম গুটিয়ে নিয়ে উধাও হয়েছে। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, এনজিও পরিচালনা পর্ষদের একাধিক কর্মকর্তা সদস্যদের ৭৪ লাখ টাকা ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। সভাপতি আবদুল বাসেদ, নির্বাহী পরিচালক সাদেকুর রহমান নিজেরা ছাড়াও তাদের আত্মীয়দের নামে-বেনামে ঋণ দিয়েছেন। তদন্তকারী কামাল পাশা জানান, ভিসিও’র সদস্য রুহুল আমিনের আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করি। সদস্যদের টাকা আত্মসাৎ করে পরিচালকরা ব্যবসা করছে।

তদন্ত প্রতিবেদনে এনজিও’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করে এনজিও ব্যুরোর কাছে কপি পাঠানো হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.