আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল হতে আমাদের কত্তো বাকী।

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)

আমার ডিজিটাল দেশের ডিজিটাল নাগরিক হওয়ার স্বপ্ন দেখি...........। আমাদের সরকার আমাদের স্বপ্ন দেখায়..............। কিন্তু আমরা কোন লেভেলে আছি.........তুলনা করে দেখেছেন কেউ........?? আমাদের আছে পৃথিবীর সবচে ব্যায়বহুল নেট লাইন.........আমাদের কম্পিউটার কিন্তে এখনো কমপক্ষে ২৫-৩০০০০ টাকা বাজেট করতে হয়। আর আমরা যাদের নিয়ে ব্যাঙ্গ করি...........যাদের সবদিক থেকেই অবস্থা আমাদের চে অনেক খারাপ সেই দেশেরই ছবি এটা , যারা উর্দু জানেন তাদের কথা আলাদা...........আমার এক পাকিস্তানী কলিগ এই ছবিটা দিয়ে তার ট্রানসলেট করে দিয়েছে। এই ব্যানারে লেখা আছে.......পুরেনো পেন্টিয়াম ৪ পিসি বিক্রয়...........৩৯৯/কেজি এর মানে হচ্ছে.........ঐ সিপিউ এর ওজন যদি ১০ কেজি হয়.......তবে ঐ সিপিউটার দাম পড়বে ৩৯৯ * ১০ = ৩৯৯০ রুপী। শুনেতো আমার মাথা নষ্ট হওয়ার যোগার........আমরা এম্নিতে ফাজলামো করে বলি, যা দিনকাল পড়তাছে........ভবিষ্যতে কেজি দরে সিম (মোবাইলের) বিক্রি হবে...........। আর ও দেশে সত্যি সত্যি কেজিতে কম্পিউটার পাওয়া যায়.........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.