আমাদের কথা খুঁজে নিন

   

নওশীন......

আমরা করবো জয়, নিশ্চয়!

নওশীন তার কেডস-এর দিকে তাকিয়ে আছে। সেই কখন ছুটি হয়েছে স্কুল, এখনো মার দেখা নেই। নওশীন গত ১০ মিনিট থেকে তার কেডস-এর দিকে তাকিয়ে আছে। আজকে সকাল বেলা পি,টি করার সময় টিচার বলেছে, তুমি পরিষ্কার কেডস পরে আসবে। এই কথাটি গত এক মাসে অনেকবার শুনেছে সে টিচারের কাছে।

তাই নওশীন ভুলে গিয়েছিল কথাটি, যেমনটি সে অনেক কিছু ভুলে যায়। কিন্তু একটু আগে মায়িশা(নওশীন -এর বান্ধবী) যখন তার বাবার কাছে ব্যাগ দিয়ে দৌড়ে গাড়ীতে উঠছিল, তখন নওশীনের পায়ে তার চাপ পড়ে। তখন থেকে নওশীন তার পায়ের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবে অনেক পুরনো হয়েছে কেডস-টা। মন খারাপ হয়।

মাকে আজ বলতেই হবে। মা নিতে আসলেই বলবে ঠিক করলো সে। "উফ মা, এখনো নিতে আসছেনা!", ভাবে নওশীন। খিদেয় পেট জ্বলছে তার। তার মায়ের সাথে কখন খেতে বসবে সেইটা ভাবতে থাকে।

বাসায় গিয়েও খেতে অনেক সময় লাগবে। মা, ভাত বসিয়ে তরকারী গরম করবে। তার মা আরেকটি স্কুলে চাকুরী করেন। হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন? নওশীনের দাঁড়িয়ে থাকতে খুব বিরক্ত লাগছে। স্কুলের ব্যাগটাও এত্ত ভারী! তাদের ক্লাস টিচারটা বেশি রাগী, সব বই আনতে হয়।

ক্লাস সিক্সে উঠে গেলে নাকি আর সব বই আনতে হবেনা। বৃষ্টির পানির ছিটে এসে পড়ছে আবার তার পায়ে। মৌজাটা ভিজে যাচ্ছে। চোখ পড়লো কেডস-এর দিকে। এত্ত ময়লা হয়ে আছে! নওশীন-এর ভাল লাগছেনা এইটা পরে থাকতে।

নওশীন ভাবতে থাকে...... সে যখন মায়িশাকে দেখছিল তখন তার খুব রাগ লাগছিল। মায়িশার বাবা যখন মায়িশার ব্যাগটি খুলে নিচ্ছিলো পিঠ থেকে, তখন আরো বেশি রাগ হচ্ছিলো। ইচ্ছে হচ্ছিলো মায়িশার চুলটা গিয়ে টেনে দেয়। নওশীনের মায়িশার বাবার উপরেও রাগ লাগে। কেন তিনি এত্ত আদর করবেন? কই নওশীনের বাবা তো কখনো আসেন নাই তাকে দেখতে।

কোনদিন তো বাসায়ও খোঁজ নিতে আসেন না। বুদ্ধি হবার পর থেকে দেখছে মা আর বাবা ঝগড়া করছে। সেই যে কবে তারা নানুবাড়ীতে এসেছে!আজ তিন-চার বছর হয়ে গেলো, বাবা তাদের নিতে আসলো না। হঠাৎ নওশীন দেখলো, সামনে একটা রিকশা দাঁড়িয়েছে। মাকে নামতে দেখে বললো, "এতক্ষন! দেখো পুরো স্কুল খালি হয়ে গেছে।

" নওশীনের মা নেমে বললো," এই বৃষ্টিতে রিকশা পাচ্ছিলাম না মা। অনেকদূর হাটতে হলো। " নওশীন দেখলো তার মা খালি পায়ে নেমেছে। নওশীনকে তাকিয়ে থাকতে দেখে মা হাসিমুখে বললো, "পানিতে ভিজে নরম হয়ে পরেছিল স্যান্ডেল্টা। ছিড়ে গেছে, আর তুলিনি।

" নওশীন ভারী ব্যাগটা মায়ের হাতে দিয়ে রিকশায় উঠে পড়লো। বাসায় গিয়ে কখন যে খাবে! খিদেয় তার দূর্বল লাগছে। কেডস-এর কথা আর মনে থাকলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।