আমাদের কথা খুঁজে নিন

   

আতিকুল হক চৌধুরীর শেষ পাণ্ডুলিপিতে হিল্লোল-নওশীন

বাংলাদেশের নাট্যশিল্পে এক উজ্জ্বল নক্ষত্র প্রয়াত নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী। তিনি আর নেই। কিন্তু রয়ে গেছে তার সৃষ্টি। সৃষ্টি পিপাসু এই মানুষটির শেষ পাণ্ডুলিপি নিয়ে নির্মিত হচ্ছে নাটক। শিরোনাম 'কালা পাহাড়'।

এ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল ও নওশীন। এক ঘণ্টার এ নাটকটি পরিচালনা করেছেন আল মামুন। নাটকে হিল্লোল একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে তিন বোনকে। তাদের মধ্যে দুই বোনের জামাই বেশ ধনী।

আর এক বোনের জামাই অধ্যাপক। তাদের বাড়িতেই বেড়াতে আসে বাকি দুই বোন। সেই এলাকার কুখ্যাত এক ডাকাত কালা পাহাড়। এই কালা পাহাড় এবার অধ্যাপকের বাড়িতে ডাকাতি করতে আসবে বলে জানা যায়। এ খবর শুনে বড়লোক দুই বোন অস্থির হয়ে পড়ে।

কারণ, তারা সঙ্গে করে অনেক টাকা ও গয়না নিয়ে এসেছে। কিন্তু এদিকে দেখা যায় আরেক বোন নওশীন ও তার স্বামী অধ্যাপক একেবারেই চিন্তামুক্ত। তারা ডাকাত আসার খবর শুনে আতঙ্কিত না হয়ে বরং মাঝরাতে নৌকায় বসে জোছনা উপভোগ করছে। কারণ, অধ্যাপক সাহেবের সারা জীবনের সঞ্চয় হচ্ছে অনেক বই। আর সেগুলো ডাকাতদের কোনো কাজেই আসবে না।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে হিল্লোল বলেন, 'আমাদের অগ্রজ পথিক আতিকুল হক চৌধুরী স্যারের লেখা শেষ নাটকে আমি অভিনয় করছি ভেবে নিজেকে ভাগ্যবান মনে করছি। ' নওশীনও হিল্লোলের সঙ্গে একই সুরে মন্তব্য করেছেন। নাটকটি ঈদে এসএ টেলিভিশনে প্রচার হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.