আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকট ও ফুটবলের জনপ্রিয় ধারাভাষ্যকার খোদা বকশ মৃধা আর নেই

আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মনুষত্বে

আমার একজন অতি প্রিয় ধারাভাষ্যকার খোদা বকশ মৃধা আর নেই- (ইন্না লিল্লাহেঃ রাজিউন)। ভাবতেই মনটা হাহাকার করে কেদে উঠে। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করন। গত ক’দনি যাবৎ তিনি টাইফয়েডেভুগছিলেন।

গতকাল সকালে নগরীর হেতেমখাঁর বাড়ীতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃস্বাস ত্যাগ করনে ক্রিড়াঙ্গের অতি চেনা কণ্ঠস্বর খোদা বক্শ মৃধা। জীবের ইতি টানে ৬৫ বছর বয়সী সদা হাস্যজ্জ্বোল মানুষট। সারাদেশের মানুষের কাছে চেনাএই মানুষটির মৃত্যুর খবর জেনে সকালেই তার বাড়ীতে ভিড় জমায় র্সহকমী আর ভক্তকুল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেল, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। খোদা বকশ মৃধা শুধু ধারাভাষ্যকারই ছিলেন না, তিনি ছিলেন সাবক খেলোয়োড়, ক্রীড়া সংগঠক, বাংলাদশে বেতারের সংবাদ পাঠক, রাজশাহী বেতারের সঙ্গীত শিল্পী।

তিনি রাজশাহী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ও সিটিকলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করে অবসর নন। মৃত্যুর আগ পর্যন্ত মৃধা রাজধানীর ইডন মহিলা কলেজে খণ্ডকালিন অধ্যাপনা করেছিলন। মরহুমের পারবারিক সূত্র মতে, বেশ কিছুদিন ধরে মৃধা ডায়াবেটিকে ভুগছিলেন। মঙ্গলবার বাদ মাগরবি নামাজে জানাজা শেষে হেতমখাস্থ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।