আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ সমস্যায় কি করা যায়?

আল বিদা

বিদ্যুৎ সমস্যা নিয়ে অনেক কথা হচ্ছে। কোনভাবেই এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। এক্ষেত্রে সরকারের ভূমিকাই সবচেয়ে বেশী নেয়া দরকার তা আর বলে কি হবে? এখন কথা হচ্ছে আমরা যারা সাধারন মানুষ তারা কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ন। কিন্তু এ কাজ সমাধা করতে মিনিমাম ৫ বছর লাগবে। এছাড়া বিদ্যৎ কেন্দ্র স্থাপন করলেই তো হবে না।

বিদ্যুৎ তৈরী হবে কোথা থেকে? সেই জ্বালানীই তো আমাদের এখন আর নেই। এজন্য যদি বলি গ্যাস ফিল্ড সার্চ করার আর সেখান থেকে গ্যাস তুলে বিদ্যুৎ তৈরী করার তাহলে আগামী ২০ বছরের স্বপ্ন দেখতে হবে। কাজেই বিদ্যুৎ কেন্দ্রের কথা ভূলে স্বল্পমেয়াদী সমাধান খুজে বের করতে হবে। সরকার কেন যেন স্বল্প মেয়াদী কোন পরিকল্পনা নেয় না। এই যেমন ভিশন ২০২০ এর কথা বলে।

বিন্তু এমন বলে না যে এর জন্য ২০১৫ এ এই কাজ হতে হবে। যাই হোক, আমরা এবার ভাবি কি কি করা যায়? নীল ভোমড়া কাজ করেন বিদ্যুৎ বিভাগে। তিনি কিছু কথা বলেছেন। আরও হয়ত সামনে বলবেন। আমি কিছু বলি যদি ভুল থাকে তিনি হয়ত সংশোধন করে দিবেন।

আমরা বিদ্যুৎ সাশ্রয় করি - এইটা অনেক পুরান কথা তবুও আবার বললাম। কারন সাশ্যয়ের চেয়ে এখন ব্যবহারই বন্ধ করে দিতে হবে। আমাদের অগোচরেই হয়ত কিছু বিদ্যুৎ অপচয় আমরা করছি। হয়ত খেয়াল করছি না। আবার তাকে হয়ত অপচয় না বলে ব্যবহারই বলা যায়।

তবুও এই ব্যবহারই বন্ধ করতে হবে এবার। আপনি হয়ত আপনার বাসায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর জন্য বিল দিতে আপনি প্রস্তুত আছেন বলে হয়ত অনেক কিছু নিয়ে ভাবছেন না। কিন্তু এই ভাবনাটা এখন জরুরী হয়ে পড়েছে ক্রাইসিসের কারনে। ভেবে দেখুন আপনার বাসায় এমন কিছু পয়েন্ট আছে যেখানে বাল্ব লাগিয়েছেন। আদৌ কি সেখানে এর প্রয়োজন আছে? আর যদি একান্তই থাকে সেখানে কি এনার্জী সেভিংস বাল্ব লাগানো যায় না? আপনার টিভি, সিডি, কম্পিউটার, চার্জার অথবা যে রুমে কেউ নাই সেই রুমের লাইট এগুলো কি জ্বলছে? রান্নাঘরের লাইট কি জ্বলছে? আচ্ছা সবাই মিলে কি এক রুমে ঘুমের আগ পর্যন্ত গল্প করা যায় না? বারান্দার লাইট অফ আছে তো? আমি জানি না ভবিষ্যত কি আছে? কিন্তু এর দায়ভার কে নিবে? হঠাৎ করে একদিন দেখা যাবে দেশে আর কিছুই নাই।

গৃহযুদ্ধের দিকে দেশ যাবে, অন্য কোন দেশ এসে দখল করবে বা মাতব্বরি করবে। এই হয়ত আমাদের ভবিতব্যে আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.