আমাদের কথা খুঁজে নিন

   

প্ররিশ্রমে ধন আনে পূন্যে আনে সুখ, অলসতা দারিদ্র আনে পাপে আনে দুঃখ।

আমি ব্লগজগতে নতুন, আমি চাই দেশ ও মানুষের সম্পর্কে লিখতে। বলতে চাই মন খুলে, যদি কোন সময় আমি ভুল করি আমাকে ক্ষমা করবেন। আমার জন্যে দোয়া করবেন আমি যাতে আমাদের সম্পর্কে লিখতে পারি, আমার লিখা দিয়ে যাতে মানুষকে পিরিয়ে আনতে পারি সুপথে।

প্ররিশ্রমে ধন আনে পূন্যে আনে সুখ, অলসতা দারিদ্র আনে পাপে আনে দুঃখ। কথাটি যদি ও সত্য বাস্তবে মিথ্যা রুপ দেয় মানুষ।

আমাদের দেশ বাংলাদেশ, সেখানে চলছে প্রতিনিয়ত কত না লুটপাট, চুরি যা কি না পুকুর চুরির মত ঘটনা। আমি প্রথমত শুরু করি সরকারের কিছু কাজ নিয়ে। শুরু করছি আমাদের ফেনীকে দিয়ে, রেলষ্টেশনে গেলে দেখা যায় আনেক কিছু। আপনি যদি ষ্টেশনে গিয়ে টিকেট চান, বলবে সিট খালি নাই। আর যদি বলেন ৫০ টাকা বেশী দেব তাহলে আকাশ থেকে আপনাকে ১টা সিটের ব্যবস্তা করে দিবে তারা।

শুধু কি তাই যেখানে টিকেট বিক্রি হয় সেখানে গেলে দেখবেন বাইরে দাঁড়িয়ে আছেন অনেকে, করছেন দালালি। তারপর আসি, বাংলাদেশ এয়ার লাইনস এর কথায়। নাম মাত্র বাংলাদেশ বিমান, সব দেশের বিমানের ওয়েব সাইট থাকে, থাকে বিভিন্ন গন্তভ্যের নাম দিয়ে সার্চ দিলে চলে আসে ছাড়ার সময়, কত টাকা ভাড় তাও। কিন্তু দুঃখজনক বাংলাদের নেই তাও, মনে হয় যেন এই সংস্থাটির এই পয়সাও নেই। তারপর আসি কিছুদিন আগে প্রথম আলোতে প্রকাশিত একটি সাইট যাতে পাওয়া যাবে সারা বাংলাদেশের যানবাহনের ভাড়ার রেট।

বিডি ট্রান্সপোর্ট ইনফো ডট কম। সেখানে গেলে পাবেন রেল, বিমান, বাস, ট্রাক, লচ্ঞের ভাড়ার রেট। আছে এখানে ও একই রকম কিছু নিয়ম। বাংলাদেশ রেলওয়ের , ও বিমানের ভাড়ার এখানে উল্লেখ থাকলেও নেই বাস,ট্রাক লঞ্চের রেট। এবার আসি টেন্ডার বাজিতে।

সরকারের সংস্থাগুলো চাইলে বানাতে পারতেন এমন ওয়েব সাইট যার মাধ্যমে করা যেত টেন্ডারের আবেদন। তাহলে প্রতিদিন খবর আসতোনা মারামারির, আর লুটের। এখন আমরা যাবো গ্যাস এর কথায়। বিদেশে কারখানাতেও গ্যাস দেয়া হয় সিলিন্ডারের মাধ্যমে, আর আমাদের দেশে দিচ্ছে লাইনের মাধ্যমে, যাহার ব্যবহার আনলিমিটেড। তারপরও দেখা যায় যারা গ্যাসের লাইনের কাজ করেন তাদের মাধ্যমে ঘটছে নানা অনিয়ম দূর্নিতির কাজ।

আমাদের দেশ সংখ্যাগরিষ্ট মুসলিম। সরকার চাইলে যাকাত ফান্ড, ফিতরা ফান্ড গড়তে পারেন। এভাবে ১০- ১৫ বছর যদি টাকা জমা হয় সেই টাকা দিয়ে সরকার দেশের কোন কাজে লাগাতে পারেন যাহা কিনা দেশের কোন কাজে ব্যাবহার করা যেত এতে দেশ হতে পারে সাবলম্বি। সরকারি কাজে যারা নিয়োজিত আছেন তাদের বলতে চাই আপনারা একটু খেয়াল করুন প্রাইভেট কোম্পানী গুলো কিভাবে উঠে আশে, কেন তাঁরা এত এগিয়ে যাচ্ছে? আপনারা কেন পিছিয়ে যাচ্ছেন? তাই আপনাদের প্রতি আমার বিনিত অনুরোদ একটু পরিশ্রম করি সুন্দর বাংলাদেশ গড়তে সহায়তা করি। ভুলে যাই দূর্নিতি আর প্রতি হিংসার রেশ, গড়ে তুলি সোনার বাংলাদেশ।

আমি আশা করি অনতিলম্বে আমাদের দেশ ধনি রাষ্ট্রেপরিণত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।