আমাদের কথা খুঁজে নিন

   

ছাড়পোকার কামড়ে কি রোগ ছড়ায়?

আমি করি চিৎকার, বলি বার বার বাংলাদেশ আমার দেশ
কিছুদিন পূর্বে এক বন্ধুর বাসায় থাকতে হয়েছিল। রাতে যখন ঘুমাতে গেলাম দেখি ওর বাসাটা ছাড়পোকার কারখানা। এত রাতে নিজের বাসায় ফেরা সম্ভব নয়, আবার ছাড়পোকা ভরা বিছানায় ও থাকা সম্ভব না। কি আর করব, ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। সকালে নিজের বাসায় ফিরে এলাম।

কিন্তু এর সপ্তাহ খানেক পরে দেখি আমার নিজের বাসাটাও ছাড়পোকা দখল করে ফেলেছে। রাতের ঘুম হারাম। কি যে করি? কীটনাশক স্প্রে করিয়েছি, কোন লাভ হয় নি। রুমে ঢুকলেই মনে হয় নিজের শরীরের এখানে ওখানে বুঝি ছাড়পোকা হাটছে। ছাড়পোকা বিষয়ে কিছু প্রশ্ন জাগে মনেঃ - ছাড়পোকার ইংরেজি নাম কি? - ছাড়পোকার আর কি কি নাম আছে? (অনেকে এটাকে "ঊলস/খাটমল" বলে)।

- ছাড়পোকার মাধ্যমে কি রোগ জিবাণু ছড়ায়? যেমনটি মশা কামড়ে ছড়ায়? - কীটনাশক স্প্রে করা ছাড়া আর কোন বিকল্প পদ্ধতিতে এর থেকে পরিত্রানের উপায় আছে কি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.