আমাদের কথা খুঁজে নিন

   

আজ পূর্ণিমা

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

আজ পূর্ণিমা রাতে সবাইকে আমন্ত্রন রইল। সারাদেশে পরিষ্কার আকাশ। তবে চট্টগ্রাম এবং সিলেট এ আকাশ মেঘলা। আমি সিলেট এ আছি।

কালো মেঘের সাথে চাঁদের লুকোচুরি দেখছি। আজ আমরা কয়েক বন্ধু লাক্কাতুরা টি স্টে থেকে এয়ারপোর্ট পর্যন্ত হাঁটব। কখনও কখনও গলা ফাটিয়ে গান গাইব। শেয়াল আমাদের গান গাওয়া শুনে নিজেদের গান থামিয়ে দেবে। মাঝে মাঝে মাঝ রাস্তা থেকে নেমে চা গাছের আড়াল থেকে টর্চের মত জ্বল জ্বলে চোখ নিয়ে তাকিয়ে থাকবে।

আর এদিকে জোনাকি পোকারা হঠাৎ ঝাকে ঝাকে এসে মনুষ্য শরীরটাকে ছুঁয়ে যাবে। আমার এক বন্ধু ভাব জাগলে সিগারেট টানে। কিন্তু আমার অনুরোধে সে এ রাতে সিগারেট খায় না। সে যাই হোক আজ আমরা হারাব নিজের আজান্তে। আমাদের পূর্বপুরুষরা যে স্বাধীন দেশ রেখে গেছেন, সেই স্বাধীন দেশের স্বাধীনতাকে বুকের ঠিক এই খান অনুভব করব।

যারা চা বাগানের পাহাড়ি মাটির রাস্তায় হাঁটতে পারবেন না, তারা আফসোস করবেন না। বাংলাদেশ অনেক সুন্দর। মাঝে মাঝে একটু পাগলামি করবেন। হঠাৎ পরিকল্পনাহীনভাবে বেড়াতে বের হবেন। দেখবেন জীবনটাকে অন্যরকম মনে হচ্ছে।

আলাদা একটা ভাললাগা মনকে ছেয়ে থাকছে। লেখা বেশি বড় করছি না। একটু পরেই বেরিয়ে পড়ব। জোছনার নীলাভ আলোয় হাতটা বারিয়ে একটু সময়ের জন্য হলেও উন্মাদ হব। শুভ রাত্রি।

১৫ চৈত্র ১৪১৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।