আমাদের কথা খুঁজে নিন

   

কি তাজ্জব!!!!! লালু সাব আমারে ব্লকাইলো!!!!!! ভাবিনাই ইমুন পোস্টও পোস্টামু সামুতে। ভাইসাবেরা আজাইরা পোস্টের লাইগ্যা কড়জোরে ক্ষমা চাইতেছি।

দ্যা ব্লগার অলসো.....

প্রথম কমেন্টটা করার পর, তার জবাবের পরিপ্রেক্ষিতে আর একটা কমেন্ট পাব্লিশ করতে গিয়েই দেখি, লালসালু আমাকে ব্লক করে দিয়েছে। ম্যালা দিন পর কারো ব্লগে ব্লকড হলাম। এ ধরনের পোস্ট দিতে হবে ভাবিনি। যাহোক আমার কমেন্ট ছিলো... এরশাদ বাদশা বলেছেন: শিবিরের পোস্টে মাইনাস পড়লে আপনের বেজার লাগে? এমপি জুনায়েদ এর কথা জানা নেই। ১ম মাইনসটা আমার।

কাউন্ট করতে শুরু করেন। লেখক বলেছেন: এমপি জুনায়েদ শিবির নেতা এসএম রাজুর বই এর মোড়ক উন্মোচন করেছেন। এই কথা অবশ্য বাকশালীরা ভুলে যায়। যা ইচ্ছা করে মনে রাখে না। জবাবে দ্বিতীয় কমেন্টাও শেয়ার করি, যেটা পাব্লিশ হয়নি।

সেটা ছিলো- লালু সাব, খবর যখন পড়েন, তখন নিশ্চয়ই গতোকালের নিউজ অফ দ্যা মিলেনিয়াম ''বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ নিজামী'' এই খবরটাও পড়েছেন? আপনাদের পিতামহ নিজামী বলেছে- জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য ছিলো বহুদলীয় গনতন্ত্র। গুরু যখন মন থেকে বঙ্গবন্ধুর নিয়ত সম্পর্কে মন থেকে নেগেটিভ ধারনা মুছে ফেলেছে, আপনারা শিষ্যরা আর বকশাল বকশাল করে চিল্লায়া কি লাভ?? দুঃখজনক হলেও সত্যি, কমেন্টা পাব্লিশ হয়নাই। আমারে ব্লকাইছে লালছাগু। ক্লিক দিজ লিংক ভাইগ্না--পাহাড়ের কান্না, তুমার মনে এহনো সন্দ আচে??? লালচাগু কড়া ছাগু....লেইখ্যা দিলাম।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.