ফেসবুক আইডি:নাই
বিশ্বের প্রথমবারের মতো ইলেকট্রনিক আন্ডারওয়্যার তৈরির ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার কোম্পানি সিমাভিটা। কোম্পানিটি বলেছে, সিমসিস্টেম নামের তাদের তৈরি এ ইলেকট্রনিক আন্ডারওয়্যার পরিধানকারী ব্যক্তি মলমূত্র নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে টেক্সবার্তা পাঠানোর মাধ্যমে সেটি জানিয়ে দিতে পারবে।
অপেক্ষাকৃত বয়স্ক এবং অসমর্থ ব্যক্তিদের উদ্দেশে তৈরি করা এ বিশেষ আন্ডারওয়্যার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে সফলভাবে পরীক্ষা চালানোর পর এখন সেটি নিউ সাউথ ওয়েলসের সব বৃদ্ধাশ্রমে ব্যবহার করা হবে। কোম্পানিটির প্রধান নির্বাহী ফিলিপ লেউইস বলেছেন, বয়স্ক ব্যক্তিদের মলমূত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যাধুনিক এ প্রযুক্তি সংবলিত আন্ডারওয়্যার বিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি বলেছেন, বৃদ্ধাশ্রমের তুলনামূলক কম খরচের কথা মাথায় রেখে আমরা বয়স্ক ব্যক্তিদের সম্মান এবং বেশি স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই সিমসিস্টেম তৈরি করেছি। সিমাভিটা বলেছে, একটি সাধারণ প্যাডের মতোই ইলেকট্রনিক আন্ডারওয়্যারে একটি ডিসপোজেবল (ব্যবহারের পর ফেলে দেয়া হয় এমন) প্যাড ব্যবহার করা হয়েছে। এর সাথে একটি ট্রান্সমিটার যুক্ত করে দেয়া হয়েছে। প্যাড ভিজে গেলেই এর সেন্সর স্ট্রিপ থেকে রিডিং নিয়ে ট্রান্সমিটার ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্রীয় কম্পিউটারে পাঠিয়ে দেয়া হয়। টেক্সবার্তা বা প্রতিষ্ঠানের পেজিং সিস্টেমের মাধ্যমে এ সতর্কবার্তা পাঠিয়ে দেয়ার ব্যবস্থা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।