আমাদের কথা খুঁজে নিন

   

আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ সন্ধ্যায় বৃষ্টি হবে......দেখা যাক কি হয়.....

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
নেটে বসে কোন কিছু করার না থাকলে মানুষ কি করে? এই যে আমার মতো আবহাওয়ার সংবাদ দেখে বেড়ায় আর কি! আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আমাদের একটা বাজে ধারণা আছে। জ্যোতিষির ভাগ্য গণনা আর আবহাওয়াবিদদের আবহাওয়ার পূর্বাভাস আমাদের কাছে একইরকম লাগে (এটার ক্রেডিট পাবেন আমাদের দেশীয় আবহাওয়াবিদেরা যাদের ঘূর্ণিঝড়ের সময়ে টিভিতে দেখা যায়)। যাই হোক গত কয়েক বছর ধরে আমার একরকম শখই বলা যায় নেটে বিভিন্ন ওয়েবসাইটে ঢাকার আবহাওয়ার পূর্বাভাস দেখা। মজার ব্যাপার হলো ইন্টারনেটের এসব আবহাওয়ার পূর্বাভাস আমি যতোটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সঠিক ( অথবা ওদের ভাগ্য বেশি ভালো! ) বিভিন্ন ওয়েবসাইটের ১৫ দিন পরের পূর্বাভাসও আমি মিলে যেতে দেখেছি। তবে ১-৭ দিনের মধ্যে হলে পূর্বাভাস বেশি মেলে। এরকম কিছু ওয়েবসাইট হলো: Weather.com , Weather Underground , Accu Weather প্রভৃতি। এ ওয়েবসাইটগুলো আজকের পূর্বাভাস মতে আজ বিকেল ৫টা থেকে রাত ৮টার মাঝে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির ভালো সম্ভাবনা আছে। আগামীকালের জন্যও প্রায় একইরকম পূর্বাভাস। গত কয়েকদিনের অসহনীয় গরম আর লোডশেডিংয়ের পর একটা বৃষ্টি নগরবাসীর পাওনাই বলা চলে। দেখা যাক কি হয়........আমি আশাবাদী........
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।