আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপনে নারী... এটাকি সবসময়ই অশ্লীল??

বাংলা লেখা পড়তে যে কি মজা !!!!

দয়া করে সম্পূর্ণ পোষ্ট না পড়ে কেঊ কমেন্ট করবেন না এই পোষ্ট টা পড়ছিলাম - [http://www.somewhereinblog.net/blog/SMMominblog/29124210] "নারীকে আর কতকাল পণ্য করা হবে?" - এই কথাটা নিয়ে আমার আপত্তি আছে। তাই ভাবলাম আমার ব্যাখ্যাটা সবার সাথে শেয়ার করি। প্রাকৃ্তিক নিয়মঃ আমরা সবাই মানুষ। সবাই সমান। কিন্তু আমার মতে প্রতিটা সৃষ্টির কিছু নিজস্ব বৈশিষ্ট আছে।

জন্মগত বলুন আর গঠন গত বলুন পুরুষ হলো শক্তি, সাহস আর বীর্যের প্রতীক। আর নারী হল স্নেহ, মমতা, ভালবাসায় ঘেরা এক কোমল স্পর্শের প্রতীক। কারন পৃথিবীতে এই দুইটার ই দরকার আছে। নারী সৌন্দর্যের প্রতীক ও। আর সেজন্যই বিজ্ঞাপন গুলো তে তাদের পন্যকে ফুটিয়ে তুলতে নারীর ব্যাবহার।

এটাকে "ব্যবহার" না বলে বরং প্রয়োজন বলা উচিত। উদাহরণঃ খবরের কাগজে আমরা যখন একটা সুস্বাদু খাবারের প্রনালী দেখি সাথে থাকে সেই খাবারের ছবি। হয়ত সামান্য কোনো খাবার কিন্তু সেটাও সাজানো থাকে অনেক সুন্দর করে। যেটা ওই খাবারের আবেদন বাড়িয়ে দেয় অনেক। বাস্তবতাঃ এখন একজন ব্যবসায়ী যখন তার পণ্য সবার সামনে আনবেন তখন সেও চাইবেন যে সেটা যেন দেখতে সুন্দর লাগে।

আর সেই সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে নারীরাই। এটাই স্বাভাবিক নিয়ম। তাই আমরা বিজ্ঞাপন চিত্রে এত নারীর উপস্থাপন দেখি। আমার মতে এই প্রক্রিয়া তে কারো আপত্তি থাকার কথা না। কিন্তুঃ আমার আপত্তি আছে।

কিছু কিছু যায়গায়। যেখানে নারীকে পণ্য প্রদর্শনের জন্য ব্যবহার না করে শুধু নারীকে উপস্থাপন করা হয় অশ্লীল ভাবে। এটা উচিত না। কারণ একজন মানুষের সম্মান আরেকজন মানুষই রাখবে। অন্য কেউ না।

এর জন্য দরকার ব্যাবসায়ী দের সুস্থ মানসিকতা। আর নারী দের সচেতনতা। যেমন আমার দেখা একটা ঘটনা পাবেন এখানে যেটা আসলেই অসুস্থ - [cityIT fair 2010] ব্যাতীক্রমঃ ব্যাতীক্রম সবখানেই আছে। কোনো নারী সুন্দর করে উপস্থাপন করতে পারে, কেউ বা সুন্দর করে কথা বলতে, কেউ নাচতে। আবার কোনো কোনো পুরুষ ও কোনো কোনো নারীর চেয়ে সুন্দর করে উপস্থাপন করতে পারে।

এগুলোও সুন্দর। কিন্তু এগুলো উদাহরণ হতে পারে না। যেটা স্বাভাবিক সেটাই আদর্শ হওয়া উচিত। আর ব্যাতিক্রমকে সতর্কতার সাথে আপন করে নেয়া উচিত। সবশেষেঃ আমার এত কথা বলার কারণ হলো প্রথমে আমি যে লিংক টা দিয়েছে সেখানে ওখানে নারীর উপস্থাপন নিয়ে প্রশ্ন এসেছে।

কিন্তু আমার মনে হয়েছে যে ওখানে প্রশ্ন করার মতো কিছুই হয়নি। বিজ্ঞাপনে নারী থাকলেই আমরা নিন্দা করব কেন? আমরা বরং চিন্তা করতে শিখি যে কোনটা খারাপ আর কোনটা ভালো। আপনারা কি বলেন??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.