আমাদের কথা খুঁজে নিন

   

wordpress এ বাংলা ব্যবহার করব কেমনে?



খুব শখ ছিল নিজের একটা বাংলা ব্লগ করার। সেই শখ পুরন করার জন্য ডোমেইন কিনলাম, wordpress install করলাম কিন্তু একি!!! Wordpress বাংলা support করে না!! এটাতো জানতাম না। এখন কি করি? আমার এত সাধের বাংলা ব্লগ! আপনাদের কারো জানা আছে wordpress এ কেমনে বাংলা ব্যাবহার করতে হয়? আমাকে একটু হেল্পান প্লিজ। ছবি তুলি আজকে প্রায় ৬ বছর হয়ে গেল। কিন্তু ফ্লিকারে কখনো ছবি আপ্লোড করা হয় নাই।

সবাই দেখি ফ্লিকারে ছবি আপ করে। তাই আমার কিছু ছবি ফ্লিকারে আপ করে ফেললাম। যদি কারো এতটুকু ভাল লাগে তাহলে আপ করা সারথক হবে। Flickr gallery একটা ভালো থাকার টিপস। খুব কমন কিন্তু আমরা ভুলে যাই প্রায়ই।

যা কিছু আপনাকে হাসায় তা বেশি করে দেখুন। যেমন বাচ্চাদের কাজকাম আমাকে হাসায়। বাচ্চাদের দেখতেই অনেক মজা লাগে, ওদের যে নিজের একটা জগত আছে সেটা আবিস্কার করার মধ্যে একটা মজা আছে। তাই আমি যখনই রাস্তায় বা দোকানে কোন বাচ্চা দেখি তখন কেন জানি আমার মুখ দিয়ে হাসি বের হয়ে যায়। আর অদ্ভুত ভাবে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারাও আমাকে সেই হাশি ফিরিয়ে দেয় অরথাত give and take. যত পারবেন হাসবেন, কারনে বিনা কারনে, কোন কারন থাকার দরকার নাই, শুধু হাসবেন (তাই বলে আবার সবার সামনে না)।

একটা সময় দেখবেন অন্যেরা আপনাকে বলবে যে আপনার হাসি খুবই সুন্দর। আর হাসি সুন্দর মানুষকে পছন্দ করে না এমন মানুষ এই দুনিয়াতে কমই আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।