আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম জাগে, জাগে ঘুম



একঝাক জোনাকি। তারা শুধু ঘোরে ফেরে একমনে , একাকী। আমি তাদের বোন হই, ভাই হই , অথবা কোনও একাকী প্রেমিক! জানি শুধু সবুজের শিকড়ে যখন জোনাক জ্বলে , আমি এক একেলা সৈনিক। আমি জানি ফুল হব , ফল হব একদিন এই সবুজ শিকড়ে। জানি আমি । সব জানি । ঘুম জাগে, জাগে ঘুম আমার এই নীরব অন্তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।