আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের অর্থনীতির জন্য মোটেই ভাল নয়...?

শুধু ..

অনেক দিন পর লিখতে বসলাম, লিখার কোন বিষয় পাচ্ছিলাম না আর তা ছাড়া আজকাল খুব আলসেমী হচ্ছে। মুনির হাসান ভাইয়ের কথায় সুর মিলেয়ে বলতে হয় Òঅলসদের দিয়ে কী আর হয়। আলসেমী ছাড়া!Ó । কিন্তু আজ বিবিসি তে একটা খবর শুনে অনেক ভাল লাগলো তাই এটা নিয়ে কিছু একটা লিখার চেষ্টা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর Dr. Atiur Rahman , IMF (International Monetary Fund) এর ঋণ ফিরিয়ে দিয়েছেন।

তার মতে IMF যেসব শর্ত দিয়েছে তা বাংলাদেশের অর্থনীতির জন্য মোটেই ভাল নয়। যেমন একটি শর্ত - বাংলাদেশের বৈদেশিক মুদ্রার যে মজুদ আছে তা কমাতে হবে এবং বিভিন্ন দেশে ইন্ভেস্ট (Invest) করতে হবে। এরখম আরও অনেক শর্ত হয়ত IMF দিয়েছিল যা আমদের জন্য মোটেই ভাল নয়। ঠিক এই কারনেই গভর্নর হয়ত ফিরিয়ে দিয়েছেন ঋণ। IMF যে এরখমই প্রতিষ্ঠান তা প্রায় এক বছর আগে ‘মাহাবুবা লিমা ম্যাডাম’ এর ক্লাসে জেনেছিলাম, আজ তার আসল চেহারা একটুখানি হলেও দেখলাম।

এর কিছু অংশ শেয়ার না করলে লিখাটা অসম্পন্ন থেকে যাবে, বিশেষ করে World Bank (WB) এর একজন Head এর কথা IMF ও WB নিয়ে- The IFM is known for its rigid orthodoxy and its high-handed approach to poor countries. The IMF attempts to require ‘forceful, far-reaching structural reforms’ from developing and less developed countries in order to correct weaknesses in domestic financial systems. This sounds helpful for the economic development of the developing and less developed countries that should be financially supported by IMF and WB, but the practice of IMF and WB’s loaning is related to rigorous conditionality. Its performance in developing and less developed counties led to widespread criticism and charges that IMF’s “Medicine was worse than disease.” Joseph Stiglitz, former head of World Bank, resigned under pressure from criticisms he made of the IMF and World Bank. He was also a member of Bill Clinton’s cabinet and chairman of the U.S. President’s Council of Economic Advisers. His insights and criticism are worth paying attention to- “In theory, the fund supports democratic institutions in the nations is assists. In practice, it undermines the democratic process. Officially, of course, the IMF doesn’t impose anything. It negotiates the conditions for receiving aid. But all the power in the negotiations is on one side- the IMF’s – and the fund rarely allows sufficient time for broad consensus- building or even widespread consultations with either parliaments or civil society.” - Joseph Stiglitz, What I learned at the world economic crisis, The New Republic, April 17, 2000 তো এবার বলুন গভর্নর ভাল করেছেন না খারাপ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.