আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক পাঠ : মোস্তাফিজ রিপনের গল্প 'বিস্রস্ত'

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...

বেশ বিলম্ব হলো, তারপরও গল্পটি ভালো করে পড়ে, অতঃপর দুটি কথা সবিনয়ে নিবেদন করলাম ... প্রসঙ্গত উল্লেখ্য, লেখককে ব্যক্তিগতভাবে কষ্ট দেয়ার কোন মানসিকতা নেই এ লেখায় শারমিন নাহারের বিয়ে হলেও সন্তান হয় নি, সম্ভবত এজন্য তার বিলম্বে বিয়ের ব্যাপারটিই দায়ী ছিল। সন্তানহীনতা কিংবা স্বামী আসাদের উপেক্ষায় এই শিক্ষিতা মহিলা মানসিক ভারসাম্য হারিয়েছিল, সেসব তথ্য জানা না গেলেও কাজের মেয়ে সফুরার সাথে তার কথোপকথন থেকে বুঝতে অসুবিধা হয় না যে, মানসিক ভারসাম্যহীন শারমিন নাহার তার স্বামী আসাদকে বিশ্বাস করতো না। এজন্য সে বাড়ির বয়স্ক ঝি সফুরার মাকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেয় নি। এমন কি তার শালীনতা নিয়ে প্রশ্ন উত্থাপন করায়, কর্ত্রীর পাগলামির কথা জানা সত্ত্বেও কাজ ছেড়ে দিতে প্রস্তুত ছিল সফুরার মা। যদিও কর্তার নির্দেশে ইদ্রিসের সাথে পুনরায় সফুরার মা ফিরে আসে, তারপরও মানসিক ভারসাম্যহীন শারমিন তার শালীনতা নিয়ে কথা বলে।

অথচ গল্প যেখানে শুরু হয়েছিল-- সেখানে ছিল কাফকার তেলাপোকা; যা পাঠকের প্রত্যাশাকে ভীষণ বাড়িয়ে দেয়। কিন্তু এর পরিণামে যখন আসাদ পুনরায় বিয়ে করে এবং প্রথম স্ত্রী শারমিনের কোন তথ্যই থাকে না গল্পে তখন এর অঙ্গহানি ঘটে। এভাবে গল্পটির সূচনায় যে প্রত্যাশা জাগে পাঠকের মনে তা দ্রুত গল্পের ভেতরে প্রবেশ করার পর স্তিমিত হয়ে পড়ে। অর্থাৎ সার্বিক বিচারে গল্পটি ব্যর্থতায় পর্যবসিত হয়। মানব জীবনে কার্যকারণের যে অবিচ্ছেদ্য গ্রন্থন তা থেকে সরে যাওয়ার কারণেই গল্পকারের অপরিণামদর্শিতা ফুটে উঠেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.