আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ নিয়ে ভাবনা:: প্রসংগ ২য় বাংলা ব্লগ দিবস

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...

বাংলা ব্লগ দিবসের আইডিয়া এবং তার এক্সিকিউশন বা বাস্তবায়ন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা-আলাপচারিতা হয়েছে। প্রথমে ১ম বাংলা ব্লগ দিবস ছিল একটি হাইপোথেটিকাল কনসেপ্ট। ডিসেম্বার ১৯, ২০০৯- এ ছোট্ট পরিসরে আয়োজনের মধ্য দিয়ে তা ম্যাটেরিয়ালাইজেশনের ধাপ পেরোয়। এখানে উল্লেখ্য যে সামহোয়ার ইন বাঁধ ভাঙার আওয়াজ-এর উদ্যোগ সমালোচকের কটাক্ষের মাঝ দিয়ে গেছে আবার আট একটি ব্লগ সাইট তাদের মত করে অন্য আরেকটি দিনে বাংলা ব্লগ দিবস পালন করে। যাহোক অতীত কালের কথা অতীতের আর্কাইভে আছে এবং আপাতত থাক।

প্রশ্ন হচ্ছে বর্তমানের প্রেক্ষাপটে ২য় বাংলা ব্লগ দিবস নিয়ে আমরা কি ভাবছি? এখানে এই আমরা শব্দটি তাৎপর্যপূর্ণ। এই আমরা হচ্ছি বাংলা ভাষাভাষি তাবৎ ব্লগ কমিউনিটি; যেখানে সামহোয়ার ইন সহ অন্য সকল বাংলা ব্লগ সাইট এবং সাইটগুলোর ব্লাগাররা ইনভলভড। অনেকে মনে করতে পারেন ছয় মাস/আট মাস পরের একটা ইভেন্ট নিয়ে এখনই আলোচনার প্রয়োজনিয়তা কি বা আদৌ আছে কিনা। আমি মনে করি আছে- কারণ বাংলা ব্লগ দিবসের যে মূল ভিশন; অন্তর্জালে বাংলা ভাষার সম্প্রসারণ বা বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে উপস্থাপন ও প্রমোশন, তার জন্য মানসম্পন্য কিছুর আয়োজন বা উদযাপন বহু সময় ও মেধার সমন্বয়ের ব্যাপার। একজন মার্কেটিয়ার-এর চোখ দিয়ে দেখলে এই ইভেন্টটি নিয়ে ব্যাপক বানিজ্য সম্ভব।

তবে এখানে বানিজ্যকে আমি একটি বাই প্রডাক্ট হিসেবে একপাশে রেখে দিচ্ছি। ইমোশন নিয়ে বানিজ্য হচ্ছে, হচ্ছে কর্পোরেট স্বেচ্ছাচারিতা। তবে বানিজ্যিকিকরণের এই যুগে, এ সময়ে অবস্থার সংগে মানিয়ে নেয়া ছাড়া খুব ভালো কোন উপায়ও দেখছিনা। যাহোক, আমি ২য় বাংলা ব্লগ দিবস নিয়ে আলোচনায় আগ্রহী; কি করা যায় বা কি কি করা যায় তা জানতে এবং জানাতে আগ্রহী। সবাইকে স্বাগতম।

ধন্যবাদ। শুভ ব্লগিং। ****************************************************************************************************************************************** ১ম বাংলা ব্লগ দিবস নিয়ে পড়তে... সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর জন্মমাসেই ''বাঙলা ব্লগ দিবস" পালন প্রসঙ্গ এবং আমাদের সবার অভিমতের সমন্বয় বাংলা ব্লগ দিবস: একটি প্রস্তাবনা জ্যোতিষ শাস্ত্রমতে বাংলা ব্লগ দিবসের তারিখ নির্ধারণ হল অবশেষে ১৯ ডিসেম্বর আগামীকাল ১ম বাংলা ব্লগ দিবস: আসুন সবাই সফল করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.