আমাদের কথা খুঁজে নিন

   

বিমাতা সুলভ আচরনের শিকার বাংলাদেশ ?????



টেষ্ট ক্রিকেটের সবচেয়ে নবীনতম সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দুস্বপ্ন হয়ে দেখা দিচ্ছে আম্পয়াররা! যেখানে বাংলাদেশ দলের ধারাবাহিকতা নিয়ে রয়েছে বিস্ময় তবে তারচেয়েও বড় বিস্ময় হয়ে দেখা দিচ্ছে যেণ বাংলাদেশ দলের পারফরম্যান্স করা ম্যাচে আম্পায়ারদের চরম বিমাতাসুলভ আচরন। কি কারনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি তাও কম বিস্ময়ের নয়! অথচ পাকিস্তান ক্রিকেট বোর্ড একবার লিখিত অভিযোগ করে অষ্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হার্পারকে এক সিরিজ থেকে সরানোর জন্য আইসিসিকে অনুরোধ করলে আইসিসি তা মেনে নেয়। হায়, বিসিবি এ থেকেও শিক্ষা নেয় না। আম্পায়ারদের সিদ্ধান্ত সব সময় বাংলাদেশের বিপক্ষে না গেলে হয়ত বাংলাদেশের ক্রিকেট অন্য রকম সমৃদ্ধ হতো! মনে পড়ে মুলতানের সেই টেষ্ট ম্যাচের কথা, যেই ম্যাচে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছিলো অশোকা ডি সিলভা। এখনও মাঝে মাঝে হয়তো বাংলাদেশের ক্রিকেটাররা দু:স্বপ্নে অশোকা ডি সিলভাকে দেখে চমকে উঠে!!! হয়তো দু:স্বপ্নে দেখে বিলি বাউডেন অথবা স্টিভ বাকনারকে......... কাল থেকে এ তালিকা দীর্ঘায়িত হবে...........নতুন যোগ হবে ট্রাকার ও টনি হিলের নাম.........।

আর কত কাল আম্পায়ারিং নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হবে? বিসিবিকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এ ব্যাপারে। টেষ্ট ক্রিকেটের সবচেয়ে নবীনতম সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দুস্বপ্ন হয়ে দেখা দিচ্ছে আম্পয়াররা! যেখানে বাংলাদেশ দলের ধারাবাহিকতা নিয়ে রয়েছে বিস্ময় তবে তারচেয়েও বড় বিস্ময় হয়ে দেখা দিচ্ছে যেণ বাংলাদেশ দলের পারফরম্যান্স করা ম্যাচে আম্পায়ারদের চরম বিমাতাসুলভ আচরন। কি কারনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি তাও কম বিস্ময়ের নয়! অথচ পাকিস্তান ক্রিকেট বোর্ড একবার লিখিত অভিযোগ করে অষ্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হার্পারকে এক সিরিজ থেকে সরানোর জন্য আইসিসিকে অনুরোধ করলে আইসিসি তা মেনে নেয়। হায়, বিসিবি এ থেকেও শিক্ষা নেয় না। আম্পায়ারদের সিদ্ধান্ত সব সময় বাংলাদেশের বিপক্ষে না গেলে হয়ত বাংলাদেশের ক্রিকেট অন্য রকম সমৃদ্ধ হতো! মনে পড়ে মুলতানের সেই টেষ্ট ম্যাচের কথা, যেই ম্যাচে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছিলো অশোকা ডি সিলভা।

এখনও মাঝে মাঝে হয়তো বাংলাদেশের ক্রিকেটাররা দু:স্বপ্নে অশোকা ডি সিলভাকে দেখে চমকে উঠে!!! হয়তো দু:স্বপ্নে দেখে বিলি বাউডেন অথবা স্টিভ বাকনারকে......... কাল থেকে এ তালিকা দীর্ঘায়িত হবে...........নতুন যোগ হবে ট্রাকার ও টনি হিলের নাম.........। আর কত কাল আম্পায়ারিং নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হবে? বিসিবিকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এ ব্যাপারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.