আমাদের কথা খুঁজে নিন

   

প্রাকৃতের গানঃ শব্দসুখের সন্ধানে

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

মেখেছো রোদ শীতের বাতাসে রেখেছো মন দূরে কোথাও ভেসে তুলেছো সুর পুরোন কবিতায় সুরের মাঝেই স্মৃতির মূর্ছনায়। আমি হাত বাড়াই সেই হাতটাকে যেই ধরতে চাই আবার হারাই আমি চোখ চেয়ে সেই দু'টো চোখ বিষন্নতা ঘিরে যার পথ ছোঁয়ে। আমি যাই ভেসে,আমি যাই ভেসে আত্মগ্লানি অথবা ভুল ঘরে আমি ভেসে যাই,আমি ভেসে যাই অব্যক্তায় অথবা তোমার মাঝে। তুমি যাই বলো বুঝতে পারি তুমি জানোনা আমি কি জানি আমি গড়তে চাই আমার আমি তোমার ছকে যেন আসতে পারি শব্দ সুখের সন্ধানে আবার বলি আমার শূন্যতা সে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।