আমাদের কথা খুঁজে নিন

   

মন ভাল নেই , মন ভাল নেই, বিদেশ যাব তাই।

ুাুিইাু্

মন ভাল নেই, মন ভাল নেই, কি যে করি আজ। দেশ ছেড়ে বিদেশ যাব, মন ভাল নেই তাই। কদিন আগে ভিসা পেলাম, তখন কি আর এই ভেবেছিলাম? তখন যদি বুঝতাম, বিদেশ কি আর যাইতাম? ভেবেছিলাম বিদেশ যখন যেতে হবে, বিয়ে করেই যাই। বিয়েটাও তাই হলে গেল, কিন্তু কনে কাছে নাই। বিয়ের পরেও ব্যচেলর, মন ভাল নাই তাই।

কদিন পরে বউরে পাব, মনটা হইতে পারে একটু ভাল। তোমরা কি আমায় বলতে পার? দেশের টান কেমনে মিটাবো? বাবকে ছেড়ে মাকে ভুলিয়ে, শান্তি কি আর হয়? মন ভাল নেই, মন ভাল নেই, মাকে ছাড়ব তাই। ইচ্ছে হলেই রিকশা নিয়ে, বেরিয়ে পড়তাম চাঁদনি রাতে। বিদেশে কি আর রিকশা আছে? কেমনে করে বউকে নিয়ে, ঘুরতে যাব রিকশা করে? কেমনে করে দেশ ছাড়ি আমি, বিদেশ যাব তাই? মন ভাল নেই, মন ভাল নেই, রিকশায় চড়তে পারবনা ভাই। কেমনে করে প্রিয় ছাত্রদের ছেড়ে, বিদেশ রব ভাই? ছাত্ররা আমার খুবিই প্রিয়, মন ভাল নেই তাই।

তবু যে আমায় যেতে হবে বিদেশেতে, আমার এই সোনার দেশের উন্নতি করতে হলে। তোমরা আমায় দোয়া কোরো, বিদেশে যেন দেশের সন্মান রাখতে পারি। সগর্বে যেন বলতে পারি, বাংলার জলকে ভালবাসি, ভালবাসি বাংলার মাটিকে। বাংলা আমার জন্মভূমি, বাংলাকে আমি ভালবাসি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।