আমাদের কথা খুঁজে নিন

   

বরমী হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসে প্রবীণদের নিয়ে ক্রীড়া আসরের আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাদের নিমন্ত্রন রইল।

আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মনুষত্বে

যৌবন তুমি কার - যার আছে দৃপ্তমনোবল - আমি তার যৌবনের দৃপ্ত উচ্চারন। আজকের শিশু আগামীর পিতা- আর একদিন সে প্রবীন হয়। শুধু কি নবীনরাই সমাজের আসলকিছু- নবীনরাই কি সমাজের আনন্দ আয়োজন করে তা উপভোগ করবে- প্রবীনদের জন্য আমরা কি বছরে অন্তত একটা দিন রাখতে পারিনা? যেদিনটাতে তারা আমাদের সাথে খেলাধুলা আনন্দ ফূর্তি করে কাটাবে। হ্যাঁ প্রবীনদের বাদ দিয়ে - প্রবীণদের অবহেলা না করে - আমাদের পথদ্রষ্টা প্রবীণদের নিয়ে তাই আমরা আসছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস রোজ শুক্রবার ঐতিহ্যবাহী গাজীপুর জেলার বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে প্রবীণদের নিয়ে অভিনব এক ক্রীড়া প্রতিযোগিতার আয়াজন করেছি। এআয়োজনে যাদের ভূমিকা রয়েছে- তাদের অন্যতম রমেন সাহা, আজাদ আল -আমিন, মানিক রায়হান ঈভান, আদিল, সুজন, আমিনূল, রুহুল আমিন, সজিব, কবি আশরাফুল ও আমি জীবন। সম্পূর্ন নতুন(অভিনব) এ আয়োজনে সন্মানিত ব্লগার ও আতিথিসহ সকলের সার্বিক উপন্থিতি কামনা করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।