আমাদের কথা খুঁজে নিন

   

সবসময়ে একটা সমস্যা নিয়ে পরে থাকার মত আনস্ম্যার্ট নয় বাঙালিরা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বিষয়টা সরকারও বুঝে গেছে। বাম হাতের একটা আঙুল সামান্য ছড়ে গেছে - এবং সেজন্য অস্থির হয়ে বিশ্ব ভ্রম্মান্ড কাঁপিয়ে বেড়াবেন আর কতক্ষণ? যখন কেটে যাওয়া আঙুলের জন্য সামান্য ডেটল, ব্যান্ডেজ যোগানোর সুযোগ নাই, তখন আঙুলের যন্ত্রণা থেকে মুক্তির উপায় হতে পারে ডান হাতের পুরো একটা আঙুল উগড়ে ফেলা। বাম হাতের আঙুলের সামান্য কাটা দাগ নিয়ে এখন আপনার কোনো চিন্তা করতে হবে না, ডান হাতের উগড়ে ফেলা আঙুল নিয়ে দিগ্বিদিক দৌড়াতে থাকবেন মাশাল্লাহ! জ্যাম নিয়ে অস্থির ছিলাম....কিন্তু এখন বিদ্যুত নিয়ে দৌড়ের উপরে আছি। জ্যামের কথা চিন্তা করারও সময় নাই। জ্যাম যে কমেছে সেটা তো নয়ই বরং বেড়েছে আরো। বিদ্যুত নিয়ে টেনশনে থাকার সুযোগও বেশীদিন ঘটবে না। জিনিসপত্রের দাম আরেক দফা বেড়ে যাবে এবং আমরা বিদ্যুত নিয়ে হতাশা প্রকাশের বিন্দুমাত্র অবসর পাবো না। এরপরে আসবে নয়া ক্রসফায়ার ডিবেট, হয়তো আবারও পাহাড়ী-বাঙালী সংঘর্ষ, বিরোধী দলের হরতাল, বিএসএফ এর বাঙালি হত্যা, জয়ের ঘুস...মোদ্দাকথা একটা চুড়ান্ত সমস্যার মধ্যে হাবুডুবু খাবার মত লোক আমরা নই। প্রতিনিয়ত আমরা নতুন নতুন সমস্যায় আরো জটিলভাবে পতিত হয়ে নিজেদের প্রাক্তন সমস্যাকে স্ম্যার্টলী গুডবাই জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।