আমাদের কথা খুঁজে নিন

   

ক্রসফায়ার নিয়ে প্রদর্শনীতে বাধা


ক্রসফায়ার নিয়ে রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে একটি আলোকচিত্র প্রদর্শনী বন্ধ করে দিয়েছে পুলিশ। দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমণ্ডি থানা থেকে পুলিশ এসে প্রদর্শনী বন্ধ করতে বলেছে। "এতে দেশে 'অস্থিতিশীলতা' সৃষ্টি হতে পারে বলেছেন এক পুলিশ কর্মকর্তা", বলেন শহিদুল। র‌্যাবের 'ক্রসফায়ার' সংক্রান্ত ছবি নিয়ে প্রদর্শনীটি আয়োজন করা হয়। ক্রসফায়ার নিয়ে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে আসছে।

তারা বলছে, এর মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সোমবার দুপুরে প্রদর্শনী উদ্বোধনের আগে পুলিশ দৃক গ্যালারি ঘিরে ফেলে। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কাউকে বের হতেও দেওয়া হচ্ছে না। প্রদর্শনী বন্ধের বিষয়ে ধানমণ্ডি থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় ওই প্রদর্শনী বন্ধ করা হয়েছে। " সরকারের কার অনুমতি লাগবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) অনুমতি লাগবে।

----------------বিডিনিউজ
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।