আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা টু নারিকেল জিনজিরা

িমর্জা আিশফ

বিয়ের এক বছর পার হয়ে গেলেও বউকে নিয়ে কক্সবাজার যাব যাব করে যাওয়া হচ্ছিল না। আসলে ব্যাটে বলে হচ্ছিল না। হয় আমার ছুটি মিলছিল না নয়ত বউয়ের পরীা। অবশেষে ১১ই মার্চই যাব ঠিক করলাম। আমি যদিও আগে কয়েকবার গিয়েছি, কিন্তু আমার স্ত্রীর এই প্রথম চট্রগাম তথা কক্সবাজার যাত্রা।

অফিস থেকে ছুটি নিয়েছি ৩ দিনের, মাঝে শুক্র, শনি আর ১৭ তারিখ বঙগবন্ধুর জন্মুদিন। সব মিলিয়ে ৬ দিনের ছুটি হয়ে গেল। আগে থেকেই ১১ তারিখ রাত ১১ টায় ত’র্নার টিকেট করে রেখেছিলাম পাছে আবার টিকেট না পাই। গোছগাছ সেরে রাত পোনে ১০ টায় কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। কমলাপুরে যেতে লাগল আধা ঘন্টার মত।

ট্র্রেন যথাসময়ে ষ্টেশন আসল এবং ষ্টেশন ত্যাগ করল ঠিকই কিন্তুু চট্রগ্রাম পৌছানোর কথা ৬.১৫তে পৌছালো ৭.৩০ এ। হোটেল আগে থেকে বুকিং করা ছিল তাই সোজা হোটেলে গিয়ে ফ্রেস হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পরলাম স্ত্রীকে চাটগা দেখানোর জন্য পতেংগা, বাটালী হিল ঘুরে দুপুরে চট্রগ্রাম ক্লাবে চট্রগ্রামের বিখ্যাত মেজবানী খেয়ে চলে গেলাম ফয়েজ লেক । ফয়েজ লেক থেকে সন্ধায় চলে গেলাম চট্রগ্রামের বেইলী রোড খ্যাত জিইসির মোড় এবং সানমার শপিং কমপ্লেক্স। রাতে জামান রেষ্টুরেন্টে ডিনার শেষে চলে গেলাম সোজা হোটেলে। এরই মধ্যে দামপারা থেকে কক্সবাজারের যাওয়ার জন্য গ্রীনলাইনের টিকেট করে নিয়েছিলাম ১৩ তারিখ সকাল ১০.৩০ এর গাড়ির।

সকালে নাস্তা সেরে ১০ টায় গিয়ে হাজির হলাম গ্রীনলাইনের কাউন্টারে। যথাসময়ে বাস কাউন্টার ত্যগ করল মাঝে শুধু ইনানী রিসোর্র্টে ২০ মিনিটের যাত্রা বিরতি। সাড়ে তিনটা নাগাদ কক্সবাজারে পৌছলাম। যাত্রা শুরুর আগেই কক্সবাজারে ২ টি হোটেলের সাথে কথা হয়েছিল কিন্তু বাস থেকে নামতে না নামতেই চারপাশ থেকে রিকশাওয়ালারা ঘিরে ধরল প্রত্যেকে কোন ও না কোনও হোটেলের অলিখিত কমিশন ভোগী প্রতিনিধি। যতই বলি আমার হোটেলে আগে থেকেই কথা বলা আছে কিন্তু একজন বয়স্ক রিবশাওয়ালা খুব করে ধরল তার সাথে গিয়ে অন্তত ১ বার যেন দেখে আসি পছন্দ না হলে আবার নিয়ে আসবে।

অগত্যা আমার স্ত্রী বলল চল একটু দেখেই আসিনা। অত:পর গেলাম তার সংগে এবং হোটেলের রুম দেখে আমার বউ এর ভালো লাগা এবং সেখানেই অবস্থান। হোটেলটি অবশ্য বীচের কাছেই ছিল। বিকেলে বের হলাম বীচ দেখতে সাথে মেইন টাউনের বার্মিজ মার্কেট। আসার পথে সেন্টমার্টিন যাবার জন্য খোজখবর করে আসলাম।

যারা গিয়েছেন তারা হয়ত জানেন কক্সবাজারের বিভিন্ন ছোটছোট প্রতিষ্টান রয়েছে যারা প্যাকেজ ট্যুর অফার করে থাকেন। এসব প্যাকেজ এর ও রয়েছে ভিন্নতা। থাকা, খাওয়া, আসা-যাওয়া, জাহজের টিকেট ইত্যাদি বিভিন্ন অফার। প্যাকেজ ভেদে রয়েছে মুল্যের ভিন্নতা । একই প্যাকেজ আবার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন মূল্য তাই নেগোশিয়েট না করলে ঠকতে হবে।

পরদিন সকাল সাড়ে ৬ টায় ওরা ফোন করে জাগিয়ে দিল সাতটায় বাস ছাড়ল আর টকেনাফ পৌছতে পৌছতে সাড়ে নয়টা। আমাদের টিকেট করা ছিল এলসিটি কুতুবদিয়ার, এলসিটি কুতুবদিয়া সকাল পৌনে ১০ টা নাগাদ যাত্রা শুরু করে .......চলবে....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.