আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাংকসটেল চেয়ারম্যানের জামিন অথচ ঢাকা ফোনের চেয়ারম্যানের জামিন হয়নি



র‌্যাংকসটেল চেয়ারম্যানের জামিন অথচ ঢাকা ফোনের চেয়ারম্যানের জামিন হয়নি। কি সেলুকাস???? কারণ কি????? আওয়ামীলীগ বনাম বিএনপি আমরা কোন দেশে আছি????? একই অপরাধে দুই ধরণের বিচার।?????? ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনার অভিযোগে বিটিআরসির মামলায় জামিন নিয়েছেন র‌্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরী। বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আব্দুল হালিমের হাইকোর্ট বেঞ্চ তাকে আগাম অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। তার সঙ্গে জামিন পেয়েছেন ওই মামলার আরো আট আসামি। তারা হলেন- র‌্যাংকসটেলের পরিচালক আমানুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, ফজলে সেলিম, জাকিয়া রউফ চৌধুরী, ঝুমু রউফ চৌধুরী, সুয়ানা রউফ চৌধুরী এবং চিফ অপারেটিং কর্মকর্তা একেএম সামসুদ্দীন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আনিসুল হক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।