আমাদের কথা খুঁজে নিন

   

মামুর বাড়ির আবদার,"সরকার চাইলে আলোচনায় রাজি"



সরকার এখনো চায় না কেন? কেন সরকার চুপ করে বসে আছে ? সরকারের কি আলোচনার ইচ্ছা নাই ? একজন লোক সেই কখন থেকে রাজি হয়ে বসে আছে অথচ সরকার তাকে পাত্তাই দিচ্ছে না । তাড়াতাড়ি চাইলে তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে ।  এমন সুর্বণ সুযোগ হাত ছাড়া করলে সরকারকে না জানি আবার পস্তাইতে হয় ।  এই সামান্য ব্যপারটা সরকার বুঝে না । সংবিধানের বাইরে একজন লোক আলোচনা করার জন্য অপেক্ষা করতেছে সরকারের উচিৎ একটু সাড়া দেওয়া ।

যদি কোন দিন লোকটি সংবিধানের সবর্োচ্চ পদটি পেয়ে যায় সেদিন সরকার টেঢ় পাবে । হায়রে কপাল, একটা দেশের সরকারকে এত অভাগা, অপরিনত ভাবা কি ঠিক । সরকার কি বাচ্চা পোলাপাইন? আলোচনা কেন রাজি আছেন ? কারা কারা আপনাকে রাজি হতে বলেছে? একটা স্বাধীন দেশের সরকারকে বাহির হইতে নির্দেশনা, পরিচালনা করা বা পরিচালিত করতে চাওয়ার মধ্যে অন্তঃনিহীত পরিকল্পনার আভাস পাওয়া যায় কিনা । সংবিধানের বাহিরে এই ধরনের আলোচনার সুযোগ আছে কি না বাংলাদেশের রাজনীতিবিদদের ভাবা উচিৎ । একটা মানুষ নিজেকে কত ক্ষমতাধড় মনে করলে একটা দেশের সরকারকে এমন আলোচনার প্রস্তাব দেয় ।

নিবর্াচনের পূবর্েই অনিবর্াচিতরা মাথা ঘামাতে থাকলে সুষ্ঠ নিবর্াচন আশা করা কিভাবে সম্ভব । তাহলে প্রশ্ন চলে আসে কে বা কারা কারা একজন অরাজনৈতিক ব্যক্তিকে এত্তবড় ক্ষমতা প্রদানের পরিকল্পনায় লিপ্ত । দেশের বিচার ব্যবস্থার প্রতি যদি সামান্যতম শ্রুদ্ধাবোধ কারো থাকত তবে বাংলাদেশের রাজনীতি এমন উদাসীনভাবে অগ্রসর হইতে পারবার কথা না এবং এমন বিষয় সংবাদ আকাঁরে আমাদের সন্মুখে আসতো না ।  জানতে বা বুঝতে অসুবিধা হচ্ছে না কেন আওয়ামীলীগের চাওয়ার প্রতি ড. মোঃ ইউনুস সাহেব এত রেডি হয়ে আছেন । এতদিন দেশে বিদেশে যেই সরকারকে ছিনতাইকারী ছিনতাইকারী বলে ইউনুস সাহেব প্রচার চালিয়েছেন সেই সরকারকেই তিনি আজ উপকার করতে চাইছেন ।

উনার ভবখানা এমন যে সরকার বেচারাকে উপকার করার জন্য তিনি এক পায়ে দাড়িয়ে । সরকার এমন বেকায়দায় পড়ছে আমি ছাড়া কেডায় আছে  তাদের উদ্ধার করবো । ব্যপারটা অন্যভাবে অনুমান করিয়াও ব্যাখ্যা করা যায়, আওয়ামীলীগ নিবর্াচন নিয়ে গভীর সংকটে আছে । এমন সংকটময় মূহর্ুতে আমি যদি হাত বাড়িয়ে দিয়ে আওয়ামীলীগকে উদ্ধার করতে পারি তবে আওয়ামীলীগ আমর নিকট চীর কৃতজ্ঞ হয়ে পরবে । বিনিময়ে আমি বেশী কিছু চাইবো না, আমার হারানো ৪৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ব্যাংকের সম্পত্তি নিজের পৈত্রিক সম্পত্তি মনে করে পরিচালনা করার দ্বায়ীত্ব সেই সাথে এমডি পদ ফিরে পেলেই আমি খুশী ।

এছাড়া অন্য কোন রিজন(Reason) এই মুহুতর্ে মনে পড়তেছে না । কারন হিসাবে বলা যায় আওয়ামীলীগ সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিংবা আকারে ইঙ্গিতে ইউনুস সাহেবকে বলে নাই যে, ভাইসাব আমাদের বাঁচান । আপনে কত ভাল লোক । অনেক সংকটের মধ্যে আছি আপনে ছাড়া কেডায় আমাগো উদ্ধার করবো ।   বিঃ দ্রঃ ভাগ্যিস কেউ বলেনি যে, সরকার চাইলে ২/৩ মাসের জন্য সংবিধানকে অবজ্ঞা করতে রাজি আছি ।

 আমি যা বলবো সেটাই আপনাদের জন্য সংবিধান । সংবাদ লিংক ঃ http://www.banglanews24.com/detailsnews.php?nssl=f98e86f99f957715c9b01e4951bed557&nttl=26082013219616

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।