আমাদের কথা খুঁজে নিন

   

মামুর কথন



মামু- প্রিয় ভাস্কর দার কাছে ক্ষমা প্রর্থনা পূর্বক আহা হা ক্ষেপে গেছে মোর ভাস্কর দাদা কেন মোরা ছোড়া -ছুড়ি করি কাদা তুমি যে সবার প্রিয় ছিলে সেথা চাইনে তোমাকে দিতে কোন ব্যাথা এ ছিল নিছক মজা করা তাতেই কি আমি খেলাম ধরা দর্শন ছিল পাঠ্য তোমার ক্রিকেটে ছিলে লেগ স্পীনার দেওয়াল লিখনে ছিলে যে সিদ্ধ বিনয়ে মোরে করেছ বিদ্ধ বলেছ ছড়া ভালো দুএকটাও ভালো তো দেখিনা একটা ছড়াও তুমি সেথায় ছিলে ফ্রন্ট্রিয় সবারও তুমি ছিলেও যে প্রিয় তুমি তো আজও আমারও আপনই ধমকে তোমার আসে যে কাঁপনই সরল ছিল জীবন তোমার তেমন তুমি সাজতে না একটাই ছিল বিশেষ দিক দাঁত তুমি মাজতে না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।