আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজীতে দক্ষতা বাড়ানোর জন্য কি করব? প্লীজ হেল্পান



আমি একটা ইউনিতে পড়ছি। ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু ইংরেজিতে দূর্বল হওয়ার কারনে আমার পড়তে ভালো লাগেনা। আমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই। যেন যেকোন মুভির সাব-টাইটেল ছাড়াই মুভি দেখতে পারি।

বিবিসির নিউজ শুনতে পারি। যেকোন ইংরেজি দৈনিক পড়তে পারি। আমার খুব ইচ্ছা আমি ইংলিশ নভেলগুলো পড়বো কিন্তু ইংরেজিতে দূর্বল হওয়ার কারনে আমি বেশিদূর আগাতে পারিনা। হ্যারি পটারের বই কিনে এনেছি। কিন্তু পড়ে মজা পাইনা।

ইউনিভার্সিটির বইগুলো পড়তে পেইন লাগে। শুধু ট্রান্সলেশন করতে হয়। নাহলে বুঝিনা। কেউ কি আমাকে এমন কোন পদ্ধতি জানাতে পারবেন যার মাধ্যমে আমি যেকোন ইংরেজি বই স্বাচ্ছন্দে পড়তে পারব , যেকোন কনভার্সেশন সহজে বুঝতে পারব। আমি যে ইংলিশে একদম খারাপ যে তা না।

যেকোন বিষয়ে একটা প্যারাগ্রাফ বা রচনা লিখতে বললে লিখতে পারব। ম্যাট্রিকে ইংরেজিতে এ+ ও পেয়েছি। কিন্তু ইন্টারে পেয়েছি বি। কলেজে ইংরেজির চর্চা একদম কমিয়ে দিয়েছিলাম। স্কুলে থাকতে নিয়মিত ইংরেজিতে ডায়েরী লিখতাম।

কলেজে সায়েন্সের বিষয়গুলো পড়তে পড়তে অন্য কিছু পড়ার সুযোগ পাইনি। অনেকে কোচিং টোচিং এর পরামর্শ দেয়। আমার এসব ভালো লাগেনা। অন্তত এতটুকু বুঝি যে নিজের চেষ্টা ছাড়া ইংরেজিতে ভালো হওয়া সম্ভব না। ব্লগেতো অনেক অভিজ্ঞ ব্লগার আছেন।

প্লীজ গিভ মি সাম টিপস্‌।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.