আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিভুজ প্রেম ও দৌড়ের গল্প। (লুল টাইপ পোস্ট)

নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে হয় বলেই বুঝতে পারি যে আমি মস্ত বোকা অথবা মহামূর্খ।। সিয়া মসজিদের মোড়ে রিকশার অপেক্ষায় ছিলাম। একি সাথে ৩ টি ঘটনা ঘটলঃ প্রেমিক প্রেমিকা অতিরিক্ত ভালবাশাবাশি অবস্থায় রিক্সা ভ্রমনে মত্ত ছিল, হঠাৎ কি জানি কি হইল আমি দেখলাম ৪ জন মিল্লা প্রেমিক বেচারারে সেরাম মারতেছে। আমি কাছাকাছি জাওনের আগেই হেরা প্রেমিক/কা দুইজনরেই গাড়িতে উঠায়া চইলা গেল।(গাড়িতে যখন উঠাবি তহন রাস্তায় মারলি ক্যান? বাড়িতে গিয়া শান্তিতে মারতি?) জাওনের সময় দেখলাম লেগুনা স্ট্যান্ডে খাড়ায়া থাকা আরেক যুবক গাড়ির দিকে তাকায়া হাত নাড়ে, বুঝলাম ইনি মহামান্য ইনফরমার। আমি ইনফরমারের দিকে আগায়া গেলাম কথা কওনের জন্নে, কাছাকাছি গিয়া ডাক দেওয়া মাত্রই হে দৌড় দিল, আমিতো অবাক (!), দৌড়ায় ক্যা??? আমিও দৌড় দিলাম, দৌড়াইয়া সুচনার সামনে গিয়া ধরা মাত্রই হে কান্নাকাটি শুরু কইরা দিল, আমি আবার অবাক(!), কান্দে ক্যা??? কাইন্দা কাইটা যা কইল তার সারমর্ম হইল "তিনজনেই ULAB এ পড়ে, ব্যাচমেট + এলাকা মেট, গল্পের নায়িকা দৌড় দেওয়া যুবকের প্রাক্তন GF, কিছুক্ষন আগ পর্যন্ত পিটন খাওয়া জনের present GF ছিল, বিনা কারণে দৌড়বিদরে ছেঁকা দিয়া বন্ধুর লগে ইটিশ ম্পিটিশ + বন্ধুর এহেন বিট্রে সহ্য করতে পারে নাই, তাই সাবেক GF এর বড় ভাইগোরে ডাইকা তাগো বোনের কর্মকাণ্ড visual করার পাশাপাশি বন্ধুরেও হালকা ট্রিটমেন্ট দিল আরকি" আমি কইলাম সবই ঠিক আছে, মাগার আমারে দেইখা দৌড় দিলেন ক্যা? হে কইল "আমি মনে করছি আপনে রফিকের নেতাভাই(সম্পূর্ণ নতুন টারমস), আমারে মারবেন তাই দৌড় দিছি" আমি এবার মহা অবাক(!!) moral of the story: "বন্ধু ছাড়া যেমন লাইফ ইম্পসিবল, বন্ধু সহও ইম্পসিবল" "এত মাইয়া থাকতে বন্ধুরটার দিকে তগো নজর যায় ক্যা, আমি বুঝিনা"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।