আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিভুজ সমীপে(2)

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

পড়লাম । কিন্তু , সময় কি এখনই এসে গেছে ? কারণ সামহোয়্যার এর ফিচার এখনও সেই মানের হয় নি যে, এতে 'বিশেষ একাউন্ট' এর প্রয়োজন পড়বে । তবে কোন ব্যবসা করতে গেলে, প্রথমে অনেক ফ্রি দিতে হয় । পরে লোক আকৃষ্ট হয়ে যাওয়ার পর, তা উঠিয়ে ফেলা হয় । যা অস্ট্রিয়াতে ব্যাপকভাবে করা হয়, কোন ব্যবসার অনেক খরচই হয় প্রচারকাজে ।

বাংলাদেশে তো প্রচার করে বিজ্ঞাপন দিয়ে কারণ বাঙ্গালী অলস জাতি(সবক্ষেত্রে কথাটি ঠিক না)। সারাদিন টিভি দেখে। পরিবারের সব ঝামেলা বাবা-মায়ের উপর দিয়েই খালাস (সন্তানদের কথা বলছি)। পরিবারকে একা টানতে হয় পরিবারের প্রধানকে ! যা বিদেশে ভাবা যায় না । বিদেশে 15-16 বছর পরেই নিজের কাজ নিজেই করতে হয় ।

12-13 বছর থেকেই শিক্ষা পেতে শুরু করে । না থাক কোথায় থেকে কোথায় যাচ্ছে কথা, এজনই ''কথার নাম লতা'' যে কথা বলছিলাম, সামহোয়্যার এর উচিত এর ফিচার আরও বাড়ানো আরও একটু পড়ে এই আর্থিক ফিচারটা সংযুক্ত করা । আর তা যদি করা হয় তাহলে অনেক অপ্রাপ্ত বয়স্ক ব্যবহারকারী বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা কাজ করে না(বাংলাদেশের প্রেক্ষিতে) । তাদের মতামত কিংবা পোষ্ট আমরা দেখা থেকে বঞ্চিত হব । এর ফলে সামহোয়্যার এ পেশাদারী লেখক এর সূচনা হবে, তাহলে যারা টাইম পাস লেখক কিংবা ফাও লেখক আছে, তারা আগ্রহ হাড়িয়েঁ ফেলবে ।

বিদেশের মানুষের কথা আলাদা । দেশের মানুষের কি অবস্থা হবে সেইটা চিন্তা করা উচিত । যদিও সামহোয়্যার এর বিশেষ অংশ বিদেশ এ আছে । তবে দেশের কথা ভুলে গেলে চলবে না । তবে একটি ব্যবস্থা করা যেতে পারে, পুরনো ব্যবহারকারীদের বিশেষ রেজিস্ট্রিতে প্রাথমিকভাবে অনুপ্রবেশ করতে দেওয়া(অবশ্যই উপযুক্ত পরিচয়পত্রগুলি সামহোয়্যার এ পোষ্ট এর পাঠিয়ে দিতে হবে এবং তা কতর্ৃপক্ষ গোপন রাখবে এবং খুবই বিশেষ কারণ না হলে তাতে হাত দেওয়া যাবে না) ।

পরবতর্ীতে নিদির্ষ্ট সময় যেরকম 1-2 বছরের মধ্যে সাধারণ ব্যবহারকারীদের ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া যেতে পারে । এতে করে ব্যবহারকারীরা বিশেষ কিছু ফিচারের অনুপস্থিতি অনুভব করবে এবং অভ্যাসগতকারণে বিশেষ রেজিস্ট্রিতে আর্থের বিনিময়ে পুনরায় আপগ্রেড করবে । যেহেতু তারা অনেক দিন থেকে সংযুক্ত এবং নিয়মিত(অনিয়মিত) লেখক সুতরাং মায়া তারা সহজে ত্যাগ করতে পারবে না । '''' কারণ দুনিয়াার মায়া অনেক বড় ব্যাপার । '''' আর্থিক ব্যাপারটা এককালীন হলে ভাল হয় ।

তবে কিস্তি ভিত্তিক হলেও চলে । কিংবা বাৎসরিক হলেও চলে । টাকা সর্বদা ব্যাংকের মাধ্যমে আদান করা হলে ভাল হবে। (ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করলে ভাল হয় -বাধ্যতামূলকভাবে) । আর সব টাকা সংগঠনের মধ্যে দান করা ঠিক হবে না, কারণ তাহলে টাকার উতস তৈরী হবে না, এই টাকা সামহোয়্যার জন্য ব্যয় করা হতে পারে, যেরকম: প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার, ট্রেনিং ।

তাছাড়া সামহোয়্যার এই অর্থের সাহায্যে আরও একটি অর্থের উৎস তৈরী করতে পারে । এই প্রতিষ্ঠানকে তারা শেয়ার বাজারে ছেড়ে দিতে পারে(আমি জানি না, এটি পাবিলক লিমিটেড নাকি প্রাইভেট লিমিটেড) । তাছাড়া এই টাকার মাধ্যমে তারা অন্য যে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে, যেখান থেকে নিদির্ষ্ট পরিমান অর্থ(আয় থেকে) প্রাপ্তি ফাউন্ডেশনসহ আরও অন্যান্য সংস্থানে বছরান্তে আথির্ক সাহায্য প্রদান করতে পারে । যেরকম: অস্ট্রিয়ায় এমন কয়েকটি প্রাইভেট কোম্পানি আছে যারা দেশ ব্যাপী কম্পিউটার এর ব্যবসা করে, মানুষ তাদের দোকানের নাম এক নামে চিনে । আমার জানা মতে SATURN; COSMOS; MEDIAMARKT অন্যতম ।

হয়ত সামহোয়্যারও একসময় বাংলাদেশে এরকম পর্যায়ে আসতে পারে । সেই আশাই করছি । বি:দ্র:[link|http://www.somewhereinblog.net/hizibizihizibiziblog/post/28692885|GB


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।