আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটারদের পেশাদারিত্ব (সামান্য ১৮+)



পেশাদার ক্রিকেটারদের কথা বলতে গেলে আমি প্রথমেই যাদের নাম বলবো তারা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার। আমার কাছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আপাদমস্তক পেশাদার মনে হয়। তার কারন দুনিয়া উল্টায়ে গেলেও তারা যে ক্রিকেটার এটা তারা ভুলে যায় না। তারই দুটি উদাহরনঃ ১। আপানারা অনেকেই জানের এ্যাডাম গিলক্রিস্ট এর বউ এর সাথে অস্ট্রেলিয়ার এক সময়ের ওপেনিং বাটসম্যান গ্লেগ ব্লিউয়েট এর সেইরকম রিলেশনশিপ ছিল ।

(সুন্দরী মেয়েরা যে কিছুটা বোকা হয় তার অরেকটা প্রমান এ্যাডাম গিলক্রিস্ট এর বউ। কোথায় এ্যাডাম গিলক্রিস্ট অার কোথায় গ্লেগ ব্লিউয়েট । এখন পর্যন্ত এ্যাডাম গিলক্রিস্ট যে ভাবে আই পি এল এ কোপাচ্ছে এতে তার সামর্থ্য নিয়েও প্রশ্ন থাকার কথা না )। আসল ঘটনা হলো, যেদিন সকালে গিলক্রিস্ট প্রথম শুনেছিল তার বউ এর কুকির্তির কথা সেদিনই সাউথ আফ্রিকার বিরুদ্ধে তার দ্রুততম সেঞ্চুরী। আমার মনে হয় গিলক্রিস্ট ঐদিন ক্রিকেট বলকে গ্লেগ ব্লিউয়েট এর বল মনে করে মনের জ্বালা মিটিয়েছিল।

২। বর্তমান সময়ের আমার প্রিয় ক্রিকেটার মাইকেল ক্লার্ক। বেচারা!! ওর গার্লফ্রেন্ড কি নাড়া টাই না দিল। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বেচারা কত কিছুই না করল। কোন ভাবেই যখন কাজ হলো না তখন মনের ঝাল মিটালো মাঠে এসে।

আজ যখন ১৬৮ রান করে ক্লার্ক আউট হলো তার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের খেলোয়াড়রা ক্লার্ক এর গার্লফ্রেন্ডরে যে পরিমান বদদোয়া দিয়েছে তাতে ঐ বেটির খবরই আছ আর আমাদের ক্রিকেটারদের কথা কি আর বলব পোলারে কচি বয়সে বিয়া করতে নিষেধ করায় পোলা অভিমান করে ক্রিকেটই ছেড়ে দেয় শ্লার আবাল কয়েকটা... কেও মাইন্ড খাইলে sorry!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.