আমাদের কথা খুঁজে নিন

   

মডারেটরের কাছে আবেদন

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।

বরাবর, ব্লগ মডারেটর সামহোয়্যার ইন ব্লগ গুলশান, ঢাকা। বিষয়: বিভাগের নাম বেমালুম গায়েব হওয়া প্রসঙ্গে। জনাব/জনাবা, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার ব্লগের একজন নিরাপদ ব্লগার। আমার ব্লগের বয়স ১ বছর ৫ মাস।

আজ সকালে নতুন একখানা পোস্ট দেবার প্রাক্কালে লক্ষ্য করলাম যে "নতুন পোস্ট লেখুন" শীর্ষক পাতার ডান পার্শ্বের বিভাগের নাম গুলো আমার দৃষ্টিগোচর হইতেছে না। অথচ ব্লগারের সৃষ্ট বিভাগের সমসংখ্যক চেকবক্স সেখানে বহাল তবিয়তে বিদ্যমান রয়েছে। এমতাবস্থায় আমি সণ্দেহ পোষণ করিলাম যে হয়তোবা আমার ব্রাউজারের ত্রুটির ফলে এই গোলযোগপূর্ণ পরিবেশের অবতাড়না । কিন্তু পরবর্তীতে ব্লগার বিডি আইডলের পোস্টের প্রেক্ষিতে আমার ব্রাউজারে যে ত্রুটি নেই সেই ব্যাপারে নি:সন্দেহ হইলাম। অতএব জনাব/জনাবা সমীপে আমার আকুল আবেদন এই যে ব্লগারদের সৃষ্ট বিভাগের নাম স্বস্থানে ফেরত পাঠিয়ে অথবা কোন গায়েবী কালিতে বিভাগের নাম প্রকাশ হেতু উহা খোলা চোখে দৃশ্যমান না হয়ে থাকিলে উহা পুনরায় খোলা চোখে দৃশ্য উপযোগী করে তুলে বাধিত করবেন।

আপনার একান্ত বাধ্যগত ব্লগার- "ধ্রুবমেঘ" তারিখ: মার্চ ২০, ২০১০। পুনশ্চ: আমার বক্তব্যের স্বপক্ষে প্রমাণস্বরুপ একখানা ছবি সংযুক্ত করা হল। ছবিসূত্র: বিডি আইডল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.