আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ সংকটের এই সময়ে সৌরবিদ্যুৎ নিয়ে কিছু কথা, কিছু ভাবনা



আমরা যখন বিদ্যুৎ সংকটে দিশেহারা, দিবারাত্রির অর্ধেকই লোডশেডিং তখন বিশ্বে সৌরবিদ্যতের সম্ভাবনার খবর নি:সন্দেহেই আশাব্যঞ্জক। বিদ্যুৎ কেবল আমাদের দেশেরই সমস্যা নয়, বিদ্যুৎ ও জ্বালানি এখন সারা পৃথিবীরই সমস্যা। সকলেরই ধারণা, অদূর ভবিষ্যতে এই সমস্যা আরো প্রকট হয়ে উঠবে। বিষয়টি নিয়ে এখনই সকলের চিন্তা-ভাবনা করা ও মিলিত উদ্যোগ গ্রহণ করা কর্তব্য। বিশেষজ্ঞদের অনেকে বলেন, বাংলাদেশে এখন জ্বালানির যে অবস্থা তাতে সৌরশক্তি ছাড়া উপায় নেই।

চাহিদার তুলনায় আমাদের বিদ্যুৎ কম। প্রতি বছরই ঘাটতি। ফলে লোডশেডিং করে বিদ্যুৎ ব্যবস্থা কোনোভাবে চালু রাখতে হয়। সৌরবিদ্যুৎ বাংলাদেশের জন্য একটি অপার সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এরই মধ্যে গ্রামের মানুষ এই সৌরবিদ্যুৎ কাজে লাগিয়েছে।

সূর্যের আলো সরাসরি কাজে লাগিয়ে নবায়নযোগ্য এই সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিকল্প শক্তি হিসেবে ব্যবহৃত হলে এই বিদ্যুৎ ব্যবহার জাতীয় গ্রিডের ওপর থেকে চাপ কমিয়ে দিতে সক্ষম হবে। শুধু সৌরশক্তি নয়, বায়ুশক্তি ব্যবহার করেও দেশে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার অর্ধেক বাসিন্দার কাছে বায়ুচালিত বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ সম্পন্ন হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে বায়ুবিদ্যুৎ কেন্দ্র।

এক হাজার কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে সরকারের ব্যয় হয়েছে নয় কোটি তিরিশ লাখ টাকা। এই কেন্দ্র থেকে এলাকার ১২ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদন আমাদের মতো গরিব দেশের জন্য অপার সম্ভাবনার দ্বার খুলে দেবে। বিকল্প পদ্ধতির এই বিদ্যুৎ উৎপাদন একদিকে যেমন দেশের প্রাকৃতিক গ্যাসের ওপর থেকে নির্ভরশীলতা কমাবে তেমনি বহুল পরিমাণে গ্যাস সাশ্রয় করবে। বায়ুচালিত ও সৌরশক্তিচালিত বিদ্যুৎ স্থাপন দেশের জন্যই মঙ্গলজনক বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদ্যুৎকে বিশ শতকের সেরা অবদান রূপে সনাক্ত করা হয়। কিন্তু বিংশ শতাব্দীর বিজ্ঞানের এই সেরা অবদান বিদ্যুৎ উন্নয়নশীল ও দরিদ্র বিশ্বের বহু দেশে সকলের কাছে পৌঁছেনি। বিশ্বের দেড় শত থেকে দুইশত কোটি মানুষ বিদ্যুতের সুযোগ থেকে বঞ্চিত। বিজ্ঞানিরা মনে করছেন সৌরশক্তি বিদ্যুতের চাহিদা বহুল পরিমাণে পূরণ করতে সক্ষম। বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি ব্যবহারের প্রযুক্তিও এখন উদ্ভাবিত হয়েছে।

কিন্তু সমাজজীবনে ব্যবহারের তেমন উদ্যোগ নেওয়া হয়নি। লোডশেডিং-এর অন্ধকারে আচ্ছন্ন একটি দেশে সৌরশক্তির ব্যবহার ত্বরান্বিত করার ওপরই বিশেষজ্ঞরা এখন বিশেষভাবে জোর দিচ্ছেন। সৌরশক্তি ব্যবহারের প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.