আমাদের কথা খুঁজে নিন

   

শরীফ এ. কাফী'র কবিতা : ছবি

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

ছবি শরীফ এ. কাফী ১৮ মার্চ ২০১০ ১. আঁকি ছবি আঁকি মনের ক্যানভাসে আঁকি আদিম পিতার অবয়বে আমার ছবি টিকির ছবি আঁকি পৈতার ছবি আঁকি উহু হ’ল না জপমালা হাতে আর্য ঠাকুর পর্বতের ত্রিশুলধারী গেরুয়ার ভগবান বেশে সমতলে নামার ছবি আঁকি, এ কি পিতার ছবি? ২. আঁকি ছবি আঁকি উড়ে এস জুড়ে বসা ঘোড়ার ছবি পাগড়ীর ছবি তসবিহ আর টুপির ছবি লোবান আগরবাতি কাফনে মোড়ানো আতর সাবানে ধোয়া মূর্দার ছবি আকিঁ আঁকি ভাষার অমিল বিভেদ সাম্প্রদায়িকতা অবিশ্বাসের বীজ আঁকি। ৩. বয়ে চলা নদী আঁকি শ্মশানের ছবি আঁকি আঁকি আগুনের ছবি ঢোলের বাদ্যে কাঁসার বাদ্যে কাঠের চিতায় শোয়ানো আঁকি পিতার ছবি আঁকি মাতার ছবি নদীর স্রোতে ছুড়ে দেয়া আধপোড়া হাড়ের ছবি নাগরাজের ভিটায় আঁকি অশ্মথ গাছের ছবি। ৪. মুছামুছি করে আকিঁ বার বার আঁকি বেটে খাটো ছোট নাক মাটি মেশানো কালোতে জ্বলে নীল নীল চোখ গুটি পায়ে হেটে চলে সবুজ সমতলে সহজ সরল নিমোর্হ ঠাকুরের দেয়া লেজ নিয়ে চলা মানুষ হনুমান পরিচয় তার মানুষ পিতার ছবি আঁকি। (ঈষৎ সম্পাদিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.