আমাদের কথা খুঁজে নিন

   

৮টা জোকস্! ভাল লাগলে জানাবেন,,,



> মশাই, কি প্যান্ট বানিয়ে দিলেন, একশ টাকা মজুরি নিলেন অথচ এক মাস যেতে না যেতেই সেলাই টেলাই খুলে প্যান্ট খতম। > আপনার দেয়া একশ টাকাও খতম হয়ে গেছে স্যার! ============================== শিক্ষিত বন্ধু: সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অশিক্ষিত বন্ধু: ও বুঝছি, তুমি কি কইছ, তুমি কইছ, সামছুদ্দীনের বেটার ঘরের নাতিন। ============================ বাসের হেলপার এক যাত্রীর কাছে ভাড়া চাইলো। যাত্রীটি একটা টাকা দিয়ে বললো, আমার হাফ ভাড়া, আমি ছাত্র।

পাশের সিটেই বসা ছিলেন তার শিক্ষক। তিনি বললেন, আমার তাহলে মাফ, আমি ওর শিক্ষক। ---------------------------- কাস্টমার: ম্যানেজার সাহেব,আপনার হোটেলে খেয়ে খুব তৃপ্তি পেলাম। কিন্তু একটা কথা আছে, রাগ করবেন না তো? ম্যানেজার বিনয়ের সাথে বললো,না না রাগ করবো কেন? বলুন। কাস্টমার সবকটি দাঁত বের করে বললো, মানিব্যাগটা ভুলে বাড়িতে রেখে এসেছি।

--------------------- ভিখারী: একটা টাকা দেবেন বাবা? পথিক: এই মাত্র তোমাকে টাকা দিলাম, আবার চাইছো? ভিখারী: ওটা দিয়ে মুড়ি কিনে খেয়েছি, এখন চা খাবো। --------------------------------------------- শিক্ষক: বল তো, পৃথিবী কি দিয়ে তৈরি? ছাত্র: তিন টা অক্ষর দিয়ে , স্যার। -------------------------------------------- ছেলে: বাবা, কাল রাতে যে বাজ পড়েছে, তুমি শুনেছো? বাবা: পড়েছে নাকি? ছেলে: হ্যা, সে কি বাজ! আওয়াজে যেন সবকিছু ধ্বংস হয়ে যাবে। বাবা: তাহলে তুই আমাকে জাগালি না কেন বদমাশ?জানিস না, আমি বাজের শব্দে ঘুমাতে পারিনা। =============================== রোগী: ডাক্তার সাহেব, সবকিছু দুটো দুটো করে দেখছি ক'দিন ধরে।

ডাক্তার: তাই নাকি..সামনের চেয়ারটাতে বসে পড়ুন। রোগী: সামনের কোন চেয়ারটায় বসবো??? ================= কৌতুকগুলো অনেকেই হয়তো আগেই পড়েছেন,যারা পড়েননি,,,তাদের জন্য এই প্রয়াস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।