আমাদের কথা খুঁজে নিন

   

নৌ-ধর্মঘট চলছে, যাত্রীদের দুর্ভোগ চরমে

ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর

সারাদেশে আজ দ্বিতীয় দিনের মতো নৌ-ধর্মঘট চলছে। সকাল সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিসির স্টিমার পি এস মাসুদ খুলনা ও বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট টার্মিনালে আসে। ওই স্টিমারে অতিরিক্ত যাত্রী ছিল। তবে আজ বেসরকারি কোনো লঞ্চ চলাচল করেনি। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে।

নৌ-ধর্মঘটে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে চাঁদপুর, ফতুল্লা ও সুনামগঞ্জের যাত্রীরা। অনেকেই লঞ্চের জন্য ঘণ্টার পর ঘণ্টা সদরঘাটে অপেক্ষা করে। এদিকে সকাল ১০টার দিকে নৌযান শ্রমিকেরা ধর্মঘটের সমর্থনে সমাবেশ করেন। সমাবেশে তাঁরা ধর্মঘট অব্যাহত রাখবেন বলে জানান। উল্লেখ্য, ২২ দফা দাবিতে নৌযান শ্রমিকেরা গত সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য এই নৌ-ধর্মঘট শুরু করেন।

সুত্রঃ প্রথমআলো ডট কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।