আমাদের কথা খুঁজে নিন

   

একছন মিয়ার চিঠি..... সাভারের উদ্ধার কাজ চালানোর মত যন্ত্র-পাতি কিনার কমিশন আইমিন কালো বিড়ালের পরিমান কি কম?

আমার লেখা পড়ে.................. আপনারা যা মন চায় করেন । আমাদের কি আর সাধ্য আছে আপনাদের কোন কিছুর প্রতিবাদ করার? শুধূ অক্ষম ক্রোধে টিভির সাউন্ড কমিয়ে ঘ্যান ঘ্যান করতে পারি । তারপর স্ত্রী/স্বামীর সাথে রতিক্রিয়া করতে করতে সব ভুইলা যামু । সকাল হলেই খেয়ে দেয়ে বাসের ভীড়ে ঝুলতে ঝুলতে অপিসে যাওয়ার পথে অক্ষম ক্রোধে সৎ/অসৎ সবাইকে চোর গালি দিতে পারি দামী গাড়ীতে চড়তে দেখে । আর কিইবা করতে পারি! আসলে তেমন কিছু আমরা করতে চাইও না ।

ডিম ব্যাবসায়ী হলমার্ক মালিককে ৩০০০ কোটি টাকা চুরি করতে দেওয়ার পরও অর্থ মন্ত্রি কইলেন খুব একটা বেশী টাকা না (এটা নিয়া ডিবেট হইতে পারে । আমার কেন জানি মনে হয় তিনি আসলে হলমার্কের তানভীরকে সাংকেতিক ভাবে জানিয়ে দিয়েছেন, তিনি যা পেয়েছেন তা বেশী না , ভাগ বাড়াও)। পদ্মা সেতু দুর্নিতী, আবুল মামার মহা সৎ হওয়ার সার্টিফিকেট, চট্টগ্রামে গার্ডার ভেঙ্গে মানুষের মৃত্যু, সুরনিজ্ঞত বাবুর কালা রং-এর কেট (যারা ইংরেজিী বুঝেন না তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম - কেট/ক্যাট মানে বিলাই ), আরও তো চুরি হিসাব নাই । যাই হোক যুদ্ধ বিমান সহ প্রায় ৮ হাজার কোটি টাকার অস্ত্র কিনলেন । ভালো ।

আমরা সবই দেখছি, বুঝছি, ম্যা ম্যা করছি অতঃপর................. যাই হোক কন তো কার সনে যুদ্ধ করিবেন যে এত টাকার অস্ত্র কিনিলেন ? প্রধান মন্ত্রী ও প্রেসিডেন্টের জন্য জেট বিমানও কিনিলেন (আমি ভাবছিলাম মাননীয় বিরোধী দলীয় নেত্রী সব ব্যাপারের মত বিমান কিনার বিষয়েও বাধা/অমত/প্রতিবাদ জানাবেন । কিন্তু অবাক হওয়ার বিষয় তিনি কিছুই কহিলেন না । পরে ভাবিয়া পািইলাম - সব রসুনের গোয়া এক । তিনিতো ভাবিতেছেন এ জেট বিমানে চড়ার জন্য তাকে যে করিয়া হোক ক্ষমতায় যাইতে হবে । এখন প্রতিবাদ/দ্বিমত করিলে........) ।

কোন জায়গায় কত মারিয়াছেন আমরা জানি না , কিন্তু ঘরের ভিতর ক্ষেপতে পারি কেবল । আপনাদের কাছে কোয়েশ্চেন---- আপনারা জানেন যে বাংলাদেশ বিশেষ করে ঢাকা ভয়াবহ ভুমিকম্প ঝুকির ভিতর আছে । তারইপর বিল্ডিং কোড, নিয়শ ইত্যাদি মানার জন্য যে ডিপার্টমেন্ট আছে তার পিয়নেরও ঢাকায় ২,৪ ১০টা ফ্ল্যাট আছে এমন খবর সবাই জানি । ঢাকার আশ-পাশে এমনকি ঢাকার ভিতরও ডোবা ভরাট করে বহুতল দালান তৈরী করা হচ্ছে । সব মিলিয়ে অবস্থা আশংকাযুক্ত ।

তাইলে প্রশ্ন আসে - আপনারা কেন সাভার ট্যাজেডীর মত ঘটনা সামাল দেওয়ার মত অত্যাধুনিক যন্ত্র-পাতি কিনলেন না ? যুদ্ধ বিমান, সমরাস্ত্র, হল মার্কের চুরি থেকে প্রাপ্ত কমিশনের তুলনায় অতি প্রয়োজনীয় সাভারের উদ্ধার কাজ চালানোর মত যন্ত্র-পাতি কিনার কমিশন আইমিন কালো বিড়ালের পরিমান কি কম? একটা খাত থেকে না হয় একটু কমই কমিশন নিলেন । দেশের কিছু মানুষতো বাচতো । আপনাদের ভোটও বাড়ত । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.