আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকনেতা সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার হবেই : রাশেদ খান মেনন

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

কৃষকনেতা সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার হবেই : রাশেদ খান মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান এমপি বলেছেন, কৃষকনেতা সাইফুল্লাহকে পুলিশ ও ভূমিদস্যুরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যাকারি ভূমিদস্যুদের প্রশাসন প্রশ্রয় দিচ্ছে। তিনি টিএসআই নজরুল এবং এএসপি (সার্কেল) শামছুল আলমকে গ্রেফতার করে জয়েন্ট ইন্ট্রারোগ্রশন সেলে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে বলেন, লস্কর হত্যার বিচার বাস্তবায়ন হবেই। তিনি গত ১১ মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, সাতক্ষীরার মতো সারাদেশের ভূমিহীনরা সরকারি খাস জমি পাচ্ছে না।

ভূমিহীনদের মধ্যে খাস জমি বিতরণ করে তাদের আবাসন ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, লস্কর হত্যাকান্ড এবং ভূমিহীনদের সমস্যা জাতীয় সংসদে উত্থাপন ও সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক এড. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ন্যাপের সাধারণ সম্পাদক এড. এনামুল হক, মানবাধিকার কর্মী খুশি কবির, খুলনার সিপিবি নেতা এড. ফিরোজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলার চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা জেএসপির সভাপতি কুদরত-ই-খোদা, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক এড. আবুল কালাম আজাদ, জেলা বাসদের সমন্বয়ক এড. আজাদ হোসেন বেলাল, জেলা ন্যাপের সেক্রেটারী কাজী সাঈদ, জেলা সিপিবির সেক্রেটারি আবুল হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু, জেলা ভূমিহীন সমিতির সভাপতি আবুল খায়ের সরদার, সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল, জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সেক্রেটারী আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুল ওহাব সরদার, প্রাণবল্লভ, আশরাফ মীর, মোশারফ হোসেন প্রমুখ। এ সময় নিহত কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের স্ত্রী সুরাইয়া আক্তার উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন, সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এড. মুস্তফা লুৎফুল্লাহ।

সমাবেশ থেকে আগামী ১২ এপ্রিল জেলা কালেক্টরেট চত্ত্বরে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা নিউজ 24ডট কম/প্রতিনিধি/বিজিকে.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।