আমাদের কথা খুঁজে নিন

   

ছোট পদ্য বা পদ্য'র ছানাপোনা..



১. নীরবতা নয় সব আলিংগনে জাগাও উৎসব.. ২. চড় খেতে পারি ঠোঁটে করুনায় চুমু যদি জোটে.. ৩. বাঁচার জন্য পীস প্রয়োজন তোমার দেয়া কিস প্রয়োজন.. ৪. তুমি আর আমি দ্বিধাহীন সন্তরনে মগ্ন সারাদিন.. ৫. অতল শব্দ নাভিতে যে খায়নি তুমুল হোঁচট- সে কেন কবিতার কাছে যায়? ঠোঁটে রাখে ঠোঁট? ৬. বুকের ভিতর উথাল পাথাল, মদ খেলেই হয় কি মাতাল? ৭. এনালগ বোতল, এনালগ মাল, লেবেল নতুন পুরো ডিজিটাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।